হাতিবাগান আর আহিরীটোলার থিমের গপ্পে জায়গা পেয়েছে পুরনো কলকাতা

কলহার মুখোপাধ্যায়, কলকাতা: আমার দুর্গা ওইখানে থাকত। ওই যে নাটমন্দির, ফ্যাকাসে ঝাড়বাতিটা জ্বলত মাথার উপর, তার নীচে বেদিতে দাঁড়াত। ওই জানলার খড়খড়ি তুলে পুজো দেখত ঠাকুমা। খোনা গলায় দুলে দুলে গাইত, ‘এবার আমার উমা এলে আর উমা পাঠাব না।’ বাড়িটা একদিন গেল। সেখানে এখন মস্ত শপিং মল। দুগ্গা নেমে সামনের রাস্তায়। সোনার বরণ মায়ের রূপ গেল বদলে, সাজপোশাকও গেল পাল্টে। আজকাল থিমের প্যান্ডেলে থাকে সে। তাকে ধরতে গেলেও আর পারি না। কেমন অচেনা ঠেকে। চেনা কলকাতা শহরটাও তো অচেনা হতে হতে প্রায় অদৃশ্য। 
উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এককালের চেনা এখন অচেনা, অদৃশ্য শহরটিকেই দেখাবে এবারের পুজোয়। হাতিবাগান ছেড়ে গঙ্গার দিকে এগলে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি। তারাও হারিয়ে যাওয়া কলকাতার খণ্ড খণ্ড গল্প আর চরিত্র তুলে ধরছে এবছর পুজোয়। হাতিবাগানের এবার ৯০বছর। আর আহিরীটোলার ৮৫। এই দুই সর্বজনীন এত বছর ধরে কলকাতার যাবতীয় ভাঙাগড়া চোখের সামনে দেখেছে। তাদের পুজো আখ্যানে সে বৃত্তান্তই...
প্রায় বিশ বছর বাদে ফের হাতিবাগানের পুজোয় হাত দিয়েছেন শিল্পী সুশান্ত পাল। হাতিবাগান মোড়ের ঠিক আগের গলিটা হল ক্ষুদিরাম বসু রোড। সাধারণত সেই গলির মুখেই প্যান্ডেল হয়। এবার মণ্ডপ একটু পিছিয়ে হচ্ছে। এবছরের থিম, ‘প্রকরণ’। পুজোর সম্পাদক শাশ্বত বসু বললেন, ‘ছোটবেলা থেকে দেখা কলকাতার ক্রমশ বদল ঘটছে। আজ যা চেনা ছিল কাল তা অচেনা। পুরনো ভেঙে নতুন ইমারত হচ্ছে। পুরনো স্থাপত্যগুলি চলে যাচ্ছে স্মৃতির অতলে। আমরা বলতে চাইছি, শহর আধুনিক হোক। কিন্তু তা হোক প্রাচীন নিদর্শনগুলি বজায় রেখে।’ শিল্পী সুশান্তবাবু বললেন, ‘নাটমন্দিরওয়ালা একটি বাড়িতে খড়খড়ি দেওয়া জানলা ছিল। লম্বা ঝুল বারান্দা ছিল। কিন্তু এখন সেখানে একটি শপিং মল। বাড়িটার চিহ্ন রইল না। এভাবে শহরের একের পর ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি শহরের আলাদা বিশেষত্ব আছে। তা অক্ষুণ্ণ থাকা উচিত, রাখা উচিত। কলকাতা আধুনিক হোক। কিন্তু তা হোক প্রাচীন বৈশিষ্ট্য বজায় রেখে।’
আহিরীটোলা সার্বজনীনের এবারের থিম, ‘খেয়ালসেতুর বৈতরণী’। প্রাচীন কলকাতার বিবর্তন, হারিয়ে যাওয়া শহরের একাধিক ছবি তারা তুলে ধরছে প্যান্ডেলে। চক্র রেল থেকে পুরনো বাস। কাঁধে করে ঠাকুর বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে স্তূপাকার করে রাখা প্রতিমার কাঠামো, আগে যেমন ছড়িয়ে থাকত গঙ্গার ঘাটে, তা রাখা হচ্ছে। প্যান্ডেলের আশপাশের বাড়িগুলির দেওয়ালে পুরনো কলকাতার ছবি আঁকা হয়েছে। পুজোর সম্পাদক সঞ্জয় চন্দ্র বললেন,‘আহিরীটোলা প্রাচীন কলকাতার অন্তর্গত। এই জনপদ বহু গুণীমানুষের পদধূলিধন্য। সেই ঐতিহ্যের কথা তুলে ধরেছেন শিল্পী অনির্বাণ দাস।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা