ট্রাম-ফ্লাইওভার, গ্রামোফোন-লেটার বক্সে হারিয়ে যাওয়া ঠিকানা চেতলা, ভবানীপুরে

সোহম কর, কলকাতা: নতুন তো আসছেই, তার সঙ্গে শহর ভুলে যায়নি পুরনোকেও। চেতলা ও ভবানীপুরের দু’টি পুজোর থিম সে কথাই বলছে। মণ্ডপে ট্রামের পাশে দাঁড়িয়ে ফ্লাইওভার। রয়েছে লেটারবক্স। রয়েছে চিলেকোঠার ছাদে যাওয়ার সিঁড়ি।
চেতলা ব্রিজ দিয়ে চেতলামুখী পথে ডান দিকে তাকালেই দেখা যাচ্ছে, বিশালাকার একটি ট্রাম ঝুলছে। এখানে প্রসন্নময়ী ঘাটের পুজোর থিম ‘শ্রয়ণ’। ৯৮তম বছরে মণ্ডপের মধ্যে তারা ফুটিয়ে তুলছে ফেলে আসা স্মৃতির টুকরো 
চিত্র। ভাবনা রূপায়ণে, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌম্যজিত্ দাস। মণ্ডপে বসে তাঁরা বললেন, ‘এখানে এলে মানুষ 
শান্তির আশ্রয় পাবেন। রয়েছে চিলেকোঠার ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর স্মৃতি। রকে বসে আড্ডা, পালঙ্ক। একটি জায়গায় অনেকগুলি লেটার বক্স। যেখানে লেখা রয়েছে, হারিয়ে যাওয়া সব ঠিকানা।’ এর পাশাপাশি থাকবে টাইপরাইটার, গ্রামোফোন। সেই গ্রামোফোনই হয়ে উঠবে একটি 
টানেল। যেখান থেকে বেরিয়ে আসবে ট্রাম। যেন মণ্ডপ থেকে শহরের রাস্তায় চলে যাচ্ছে এই হারাতে থাকা গণপরিবহন। ‘বাঁশ-বাটাম আর প্যাকিং বাক্স দিয়ে পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি করা হচ্ছে। ঠাকুর তৈরি করছেন সনাতন রুদ্র পাল।’
চেতলার মতোই লোহার তৈরি একটি ট্রাম দেখা যাবে ভবানীপুর ৭৫ পল্লিতে। যদুবাবুর বাজারের পাশের গলিতে প্রবেশ করলে দেখা যাবে, পুরোদমে কাজ চলছে। ‘এ বছর আমরা ৬০ বছরে পা দিলাম। হাওড়া ব্রিজ, ট্রাম, মাটির ভাঁড়ে চায়ের সঙ্গে কলকাতার আর একটা পরিচয় দুর্গাপুজো। জীবনানন্দ দাশ অনেকদিন আগে লিখেছিলেন, ‘...তোমার কাছে আমার হৃদয়…’। আমরা বদলে যাওয়া কলকাতার চিত্র ফুটিয়ে তুলেছি। মানুষ এখানে এলে নস্টালজিক হয়ে পড়বেন’-বললেন ৭৫ পল্লির সম্পাদক সুবীর দাস। ট্রাম, হলুদ ট্যাক্সি, লেটার বক্সের পাশাপাশি রীতিমতো সিমেন্টের তৈরি একটি ফ্লাইওভার থাকছে মণ্ডপে। পরিকল্পনা রূপায়নে শিবশঙ্কর দাস। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা