আকড়ায় বারোয়ারি পুজো়র ঘরোয়া আড্ডাই প্রধান আকর্ষণ বাসিন্দাদের

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ : বারোয়ারি পুজোয় ঘরোয়া আড্ডা—এই থিমকে সামনে রেখে এবার আকড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ৭১ বছরের পুজোয় মণ্ডপ সাজাচ্ছে। এখানকার চিন্ময়ী মাতৃ আরাধনায় পুজোর আয়োজন থেকে সাজসজ্জা সব কাজের দায়িত্ব নিয়েছে প্রমীলা শক্তি। আকড়া স্টেশনের গায়ে এই মণ্ডপ তৈরি হচ্ছে। সম্পাদক গীতাঞ্জলি সরকার বলেন, কাপড়ের উপর পাটকাঠি ও কিছু ফোম মিশিয়ে তাতে রং মিশেল করে প্যাগোডার আদলে মণ্ডপের বাইরের দিকটা সাজছে। ভিতরে থাকছে অন্য কারুকাজ। চারপাশের পরিবেশ একবারে ঘরোয়া আড্ডার মতো তৈরি করা হয়েছে। পাড়া-পড়শিরা এসে বসে পুজো দেখা থেকে আড্ডার মজলিশের স্বাদ পান যাতে সেইমতোই তৈরি হচ্ছে। একটি মঞ্চ হচ্ছে সেখানে। হবে নানা ধরনের অনুষ্ঠান। অনেকে সেখানে নিজেকে তুলে ধরতে পারবেন। প্রতিমার মুখশ্রী দেখে ভক্তিতে মাথা নত হয়। পুজোর ক’দিন প্রতিটি সন্ধ্যায় ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে। 
‘মোবাইল ছেড়ে বই ধরো’—এই ভাবনার আঙ্গিকে আকড়া কৃষ্ণনগর পোস্ট অফিস সংলগ্ন ভ্রাতৃসংঘ অভিনব মণ্ডপ করেছে। সামনে থেকে দেখলে মনে হবে কোনও গ্রন্থাগার। নানা ধরনের শিশু, কিশোর থেকে বড়দের সুখপাঠ্য বইয়ের প্রচ্ছদ কোলাজ মণ্ডপের বাইরে। ভিতরের দেওয়ালের কারুকাজ একেবারে গ্রন্থাগারের বুক শেলফের আদলে। সম্পাদক তাপস চক্রবর্তী বলেন, এবছর ৮৪ বছরে পা দেবে এই পুজো। আমাদের গ্রন্থাগারে বই থাকছে ১১ হাজার। সেটা তুলে ধরতেই এই প্রয়াস। প্রতিমা হচ্ছে সাবেকি ঘরানার। অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর যাতে মহিলারা এখানে প্রসাদ পান, তারও ব্যবস্থা করা হয়েছে। 
আকড়া ফেরিঘাট রোডের উপর নবারুণ সংঘের ১৮ বছরের পুজোর থিম—‘অন্তরালে’। সভাপতি ইন্দ্রনীল পাল বলেন, মানবজমিন বড় বিচিত্র। একেকজন মানুষের মুখে একেকরকম ভাব। ভিতরে অন্য ভাব। মানুষের এই বহুরূপী রূপটাকে সামনে রেখে মণ্ডপের ভিতর-বাহির সাজছে। এজন্য থাকছে থার্মোকল ও প্লাইউডের মডেল। এছাড়া ক্যানভাসে ছবি এঁকেও ফুটিয়ে তোলা হচ্ছে কিছু জিনিস। এর সঙ্গে সঙ্গতি রেখেই হচ্ছে প্রতিমা। 
আকড়া স্টেশন রোডে নোয়াপাড়া সর্বজনীনের ৫৯ বছরের পুজোর থিম—‘অন্ধকারের ভিতর খোঁজো আলোর পথ’। সম্পাদক দেবাশিস দেব বলেন, এই থিমের ভাবনাকে প্রতিমার রঙের ভিতর দিয়ে বোঝানো হয়েছে। এই কারণে মাদুর্গা-সহ প্রতিটি মূর্তির অবয়ব থেকে পোশাক, সবেতেই কালো ও সাদার মিশেল। এছাড়া গোটা মণ্ডপটাই বীরভূমের পোড়ামাটির আদলে তৈরি হচ্ছে। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা