‘শৈশব বন্দি মোবাইলে’-‘বিবর্তন’ আর ‘নারীশক্তি’, চুঁচুড়ায় থিমপুজোর ঘনঘটা

অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া : বাঙালির দুর্গাপুজোর অন্তরে মিশে থাকে নানা সামাজিক আবহ। দুর্গোৎসবে যে থিমের বাহার তাতেও থাকে নানা সামাজিক বার্তা। সময় থেকে সমাজজীবনের জটিলতা, কোথাও সনাতন চেতনার প্রকাশ। নিখাদ বিনোদনের মোড়কে মোড়া থাকলেও সেসব থিম জোনাকির মতো চৈতন্য জাগিয়ে রাখে। হুগলির চুঁচুড়ার একাধিক পুজো উদ্যোক্তা এমনই বার্তাবহ থিমের পসরা সাজিয়েছেন।
চুঁচুড়ার পেয়ারাবাগান সর্বজনীন উদয়সঙ্ঘের ভাবনায় নারী অর্ধেক নয়, পূর্ণ আকাশ। উদ্যোক্তাদের এবারের থিম, ‘নারীশক্তি’। কিছুটা মূর্ত আর কিছুটা বিমূর্ত ভাবনায় সেজেছে উদয়সঙ্ঘের মণ্ডপ। বিরাট আয়তন এক পালকির আদলে গড়ে উঠছে মণ্ডপ। কিছু বিমূর্ত অলঙ্করণও থাকছে। পালকির ভার বইছে নারী, যেন ভুবনের ভার তারই কাঁধে। তমলুক থেকে মণ্ডপ শিল্পী নিয়ে এসে এবারের পুজোয় দর্শকদের চমকে দিতে চাইছেন উদ্যোক্তারা। মূলত ফাইবার আর সুতোর নিপুণ বুনোটে গড়ে উঠছে মণ্ডপ। প্রতিমা মাটির। কিন্তু থিমের কারণে তাতেও থাকবে চমক। ক্লাব কর্তা বুবাই রায় বলেন, ‘নারীর হাতেই সৃষ্টি, স্থিতি, লয়। মণ্ডপ থেকে প্রতিমা ও আলোকসজ্জাকে নিবিড় বাঁধনে বেঁধেছি। যা দর্শকদের মুগ্ধ করবেই।’
সমাজ চেতনার অনবদ্য প্রকাশ চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট সর্বজনীনের পুজোতেও। শিশুর শৈশব মোবাইলের মধ্যে বন্দি হয়ে পড়েছে। হারিয়ে গিয়েছে তার খেলার মাঠ, লুডো থেকে ঘুড়ি। ক্লাবের মণ্ডপে গেলে দেখা যাবে, হরেক খেলনা বন্দি হয়ে আছে খাঁচায়। আর শিশু নিজে আটকে মোবাইলের ‘জেলখানা’য়। ক্লাবের থিম, ‘হারায়ে খুঁজি’। নানান মূর্ত, বিমূর্ত ভাস্কর্যে সাজছে মণ্ডপ। মৃণ্ময়ী দেবী এখানে থিমের আদলেই হাজির থাকবেন। তাঁর সন্তানরা সকলেই শিশু। অসুর তাঁদের ক্ষতি করার প্রয়াস করছে। তিনি রক্ষকের ভূমিকায় দণ্ডায়মান। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা। ক্লাব কর্তা রনি চট্টোপাধ্যায় বলেন, ‘এই সময় শিশুর জন্য অসুর হল মোবাইল। তার শৈশব, সারল্য সবই সেই অসুরের দাপটে বিগতপ্রায়। একটি সামাজিক সঙ্কটের কালকে আমরা পুজোর থিমে ধরেছি।
সমাজ আছে চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা সর্বজনীনের পুজোতেও। তবে তা সামাজিক বিবর্তনের আদলে। মনসামঙ্গলকাব্যের সময় থেকে পৌরাণিক সময়, এই প্রেক্ষাপটকেই থিমের মধ্যে ধরেছেন উদ্যোক্তারা। পটচিত্র থেকে গামছা, ঘটি, ভেলা, হাতপাখা এমন নানা অনুসঙ্গকে হাজির করা হয়েছে সময়কে ধরতে। গোটা মণ্ডপটাই প্রায় হাতে আঁকা চিত্রের এক বর্ণময় প্রদর্শনীর মতো হয়ে উঠবে। দেবী এখনে স্নেহময়ী সাবেক গ্রাম্যবধূর আদলে দেখা দেবেন। ক্লাব কর্তা সুমন পাল বলেন, ‘আলোকসজ্জা থিমের আদলেই সজ্জিত করা হয়েছে।’ পেরিয়ে গিয়েছে মহালয়া। পুজোর আয়োজনে এসেছে অশ্বের গতি। থিমের মণ্ডপগুলিতে ইতিমধ্যেই শেষ তুলির টান। এবার শুধু প্রকাশ 
হওয়ার পালা। 
চুঁচুড়া পেয়ারাবাগান সার্বজনীনের মণ্ডপ। -নিজস্ব চিত্র  
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা