সল্টলেকের মণ্ডপে ‘কলকাতা ২০৫০’

অলকাভ নিয়োগী, বিধাননগর: গগনচুম্বী বহুতল। সুইচ টিপলেই যে কোনওদিকে ঘুরে যাচ্ছে বেডরুম। রাস্তায় যানজট? বাড়ি থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? চিন্তা নেই। আকাশপথে হাজির এয়ার অ্যাম্বুলেন্স। অফিস যাওয়ার জন্য আকাশে উড়ছে এয়ার ট্যাক্সি। বহুতলের ভিতর দিয়ে যাচ্ছে বুলেট ট্রেন! না, কোনও গল্প নয়। সল্টলেক আইবি ব্লকের পুজোয় এবার দেখা যাবে ‘কলকাতা ২০৫০’। আগামী ২৬ বছর পর কেমন হবে কলকাতা, সেই ছবিই তুলে ধরা হয়েছে। পুজোর চেয়ারম্যান রঞ্জন পোদ্দার বলেন, ‘এই পুজো এবার ৩৮ বছরে পড়ল। একটু অন্য ভাবনাকে তুলে ধরা হয়েছে। আশা করি, দর্শনার্থীরা এখানে এসে অন্য স্বাদ পাবেন। উন্নয়নের দৃশ্য তুলে ধরার সঙ্গে বৃক্ষরোপণ নিয়ে মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।’ মণ্ডপের ভিতরে বহুতল, রোটেড ফ্ল্যাট দেখা যাবে। থাকবে এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার ট্যাক্সিও। আগামী দিনে শহরে হাইড্রোজেন পাম্প চালু হবে। সেই পাম্পও দেখা যাবে। বুধবার মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হয়। এই পুজোর সঙ্গে যুক্ত এক্সিকিউটিভ কমিটির সদস্য পার্থ ঘোষ বলেন, ‘দর্শনার্থীদের জন্য শনিবার থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে।’ অন্যদিকে এবার অভিনব থিমে সেজে উঠেছে সল্টলেক এজি ব্লকের পুজোও। থিমের নাম ‘প্রাপ্তি’। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। মানুষের জীবনে যেমন নানা ক্ষেত্রে প্রাপ্তি ঘটে, তেমনই প্রকৃতিরও প্রাপ্তি হয়। নদী থেকে সাগরে মিলিত হলে তার প্রাপ্তি হয়। তেমনই প্রথম হাঁটতে শেখাও শিশুর প্রাপ্তি। ডিম ফুটে আকাশে উড়ে 
যাওয়া পাখির প্রাপ্তি। এই প্রাপ্তির কোনও অন্ত নেই। এই বিষয়ই ফুটে উঠেছে মণ্ডপে। পুজোর যুগ্ম সম্পাদক অর্ণব কুণ্ডু বলেন, ‘আমাদের পুজো এবার ৩৮ বছরে পদার্পণ করল। মহালয়ার দিনই এই পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ওইদিন থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে।’ 
সল্টলেক বিজে ব্লকের পুজোতেও এবার অভিনব থিম। বুদ্ধের ‘বিফোর নির্বাণ’ প্রাপ্তির বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গভীর ধ্যানমগ্ন বিষয়ও এসেছে থিমে। উদ্যোক্তাদের কথায়, এখন শান্তির প্রয়োজন। তাই গভীর ধ্যান অত্যন্ত প্রয়োজন। এই মণ্ডপের ভাবনায় রয়েছেন সৌরভ চক্রবর্তী। এবার ৪১ বছরে পড়ল এই পুজো। সাবেকিয়ানা বজায় রয়েছে পুজোয়। সবাই মেতে উঠেছে সল্টলেকের এজে ব্লকের পুজোকে ঘিরে। কমিটির অন্যতম কর্মকর্তা মৈনাক দত্ত বলেন, ‘বাঙালির সঙ্গে সাবেকিয়ানা আমাদের পুজোয় ফুটে উঠবে তা। মাতৃপ্রতিমা তৈরি করছেন পদ্মশ্রী সনাতন রুদ্র পাল। এবার আমাদের পুজো ৪০ বছরে পদার্পণ করল।’  এজি ব্লকের প্রতিমা।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা