উমা-বন্দনায় সাবেকিয়ানাই মূল আকর্ষণ দিল্লির কালীবাড়িগুলির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগত বেশ কয়েক বছর ধরেই থিমের হাওয়া লেগেছে দিল্লি-এনসিআরের পুজোগুলিতে। কিন্তু চলতি হাওয়াকে তুড়ি মেড়ে উড়িয়ে সাবেকিয়ানাকে মূলধন করেই বছরের পর বছর দুর্গাপুজো করে চলেছে দিল্লির কালীবাড়িগুলি। উদ্যোক্তাদের দাবি, থিমের চাকচিক্য যতই থাকুক না কেন, কালীবাড়ির পুজোয় অংশ না নিলে প্রবাসের বাঙালিদের শারদোৎসব সম্পূর্ণ হয় না। নিউ দিল্লি কালীবাড়ি থেকে মিন্টো রোড কালীবাড়ি কিংবা দক্ষিণ দিল্লি কালীবাড়ি থেকে দ্বারকা কালীবাড়ি অথবা নয়ডা কালীবাড়ি— প্রতিটির মন্ত্রগুপ্তি একটিই। সাবেকিয়ানা। মিন্টো রোড কালীবাড়ি এবং নিউদিল্লি কালীবাড়ির পুজোকে দিল্লির অন্যতম প্রাচীন পুজো হিসেবেই গণ্য করা হয়।
মিন্টো রোড কালীবাড়ির সভাপতি দীপক মুখোপাধ্যায় বলেন, সাবেকি পুজোতে আমরা প্রাণ খুঁজে পাই। ৮৫তম বছরেও এর কোনও ব্যতিক্রম হচ্ছে না। মিন্টো রোড কালীবাড়ি হোক বা নিউদিল্লি কালীবাড়ি - দুইয়েরই অন্যতম প্রধান বিশেষত্ব পুজোর ভোগপ্রসাদ। নিউদিল্লি কালীবাড়ি চত্বরজুড়ে বসে মেলাও। দর্শনার্থীদের কাছে তার আকর্ষণও নেহাৎ কম নয়। দক্ষিণ দিল্লি কালীবাড়ির সাধারণ সম্পাদক সুব্রত দাশ বললেন, ভোগপ্রসাদের আকর্ষণ এখানেও কম নয়। পুজোর প্রতিটি দিন হাজার হাজার মানুষের পাত পড়ে এখানে। ৫৭ বছর ধরে সেভাবেই চলে আসছে। দ্বারকা কালীবাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল, এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। শুধুমাত্র তা দেখতেই সারা বছরই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। সাধারণ সম্পাদক জয়ন্তকুমার ঘোষের কথায়, পুজো মণ্ডপে এই বছর গ্রামবাংলার আবহ তৈরি করতে চেয়েছি আমরা। পুজো হচ্ছে সাবেকি মতেই। একচালা প্রতিমা। 
দ্বারকার ঐক্যতান কালীবাড়ি ও সেবা সমিতির সহ-সভাপতি বাবলু বড়ুয়ার দাবি, এই পুজো দিল্লির দ্বারকা এলাকার সবথেকে প্রাচীন। দিল্লি সংলগ্ন নয়ডা কালীবাড়ির পুজোর আকর্ষণও দর্শনার্থীদের কাছে ফি বছর বৃদ্ধি পাচ্ছে। এমনই দাবি উদ্যোক্তাদের। এর সহ-সভাপতি অনুপম বন্দ্যোপাধ্যায় জানান, সাবেকি পুজো হলেও নয়ডা কালীবাড়ির এই বছরের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বাঁকুড়ার সুপ্রসিদ্ধ টেরাকোটার মন্দিরের আদলে। পুজোর ৪২তম বছরে এটি একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে ভক্তদের জন্য। তবে শুধুমাত্র সাবেকিয়ানাই নয়। থিম পুজোর রমরমাতেও প্রতি বছর দশমীতে মহিলা ভক্তরা ভিড় জমান দিল্লির কালীবাড়িগুলিতে। ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় অংশ নিতে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা