হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, দেশপ্রিয় পার্ক: হিংসা-হানাহানি ছেড়ে অন্তরকে দেখার বার্তা

রাহুল চক্রবর্তী, কলকাতা: কোথাও হয়তো দুই দেশের মধ্যে যুদ্ধ, আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব। প্রভাব বিস্তার এবং ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে শুধুই ঝরছে রক্ত। খালি হচ্ছে মায়ের কোল। কিন্তু এর শেষ কবে? কবে ভৌগোলিক সীমারেখার কাঁটাতার টপকে দু’পারের মানুষ একাঙ্গী হয়ে উঠবে? তারজন্য প্রয়োজন অন্তরের জাগরণ। মানুষের বাহ্যিক রূপ একরকম। কিন্তু মনের ভিতরে রয়ে গিয়েছে অসুর নামক ‘অপশক্তি’। তার বিনাস হোক। এবারের পুজোয় সেই বার্তাই দিচ্ছে দক্ষিণ কলকাতার সেরা পুজো‌ কমিটিগুলি।
গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে এলে চোখে পড়বে একটি পাসপোর্ট। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যা প্রয়োজন হয় আমি জনতার। তবে মানুষের মতো প্রাণের স্পন্দন থাকা কোনও পাখির কিন্তু এই নথি দরকার হয়না। ওরা পারে ডানা মেলে এক দেশ থেকে অন্য দেশে উড়ে যেতে। পাখিদের মধ্যে রয়েছে সব দেশের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি। তাহলে মানুষ কেন পারবে না অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে?— এই ভাবনাতেই গড়ে উঠছে মণ্ডপ এবং প্রতিমা। ৯৪তম বছরে তাদের ভাবনা ‘কল্প ঋতুর গল্প গাথা’। সম্পাদক সুতপা দাস জানান, মা দুর্গার কাছে এমন একটি ঋতু প্রার্থনা করি, যেখানে কোনও হানাহানি-অশান্তি থাকবে না।’ এবার মনুষ্য জীবনের অন্তরকে দেখাচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ৭৪তম বর্ষে তাদের ভাবনায় ‘আরশিনগর’। আরশি শব্দের প্রতিশব্দ হল আয়না, দর্পণ। আয়নায় প্রতিদিনই আমরা মুখ দেখি। কিন্তু অন্তরের টের পাওয়া যায় না। কিন্তু এই পুজোয় ভিতরের রূপও ফুটিয়ে তোলা হবে। আলো, আশা, ভরসা, প্রত্যয়ের অপর নামই এবার আরশিনগর। সম্পাদক অঞ্জন উকিল বলেন, ‘একটু অন্যরকম কিছু দেখতে হলে আসতেই হবে আমাদের পুজোয়।’ নতুন চমক দেখার জন্য পুজো মণ্ডপে সকলে আসার আবেদন করছে দেশপ্রিয় পার্ক। ৮৭তম বর্ষে তাদের‌ উপস্থাপনা ‘এবার ভুবনেশ্বরী’। শিল্পী প্রদীপ রুদ্র পালের হাতের ছোঁয়ায় অনন্য দেবী দুর্গা ও সন্তানদের মূর্তি। প্রতিমার সাজসজ্জা এবার হতে পুজো কমিটির ইউএসপি। অন্যতম কর্তা সুদীপ্ত কুমার বলেন, ‘আমরা কোনও অনুকরণে মণ্ডপ তৈরি করছি না। শিল্পীর ভাবনাই ফুটে উঠছে এখানে।’
হিন্দুস্তান পার্কের পুজোর আলোকসজ্জা। ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা