সুভাষনগর সেবা সমিতির মণ্ডপে দেখা যাবে বারাণসীর গঙ্গা আরতি

সংবাদদাতা, বনগাঁ: গঙ্গা তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরোহিতরা। হাতে জ্বলন্ত প্রদীপ। প্রদীপের শিখায় চারিদিক আলোকিত। চলছে গঙ্গা আরতি। গঙ্গাতীরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছে সাধারণ মানুষ। এই ছবি দেখলেই মনে পড়ে যায় বারাণসীর কথা। বারাণসীর এই গঙ্গা আরতি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে যায়। তবে এবার আর দূরের বারাণসীতে যেতে হবে না। পুজোয় এক টুকরো বারাণসী গড়ে তুলছে বনগাঁ সুভাষনগর সেবা সমিতি। এই পুজো মণ্ডপে এলেই বারাণসীর গঙ্গা আরতি দেখার সুযোগ মিলবে। পুজোর ক’টা দিন কয়েক কেজি ঘি আর কর্পূর জ্বালিয়ে আরতি করবেন পুরোহিতরা। উদ্যোক্তাদের দাবি, এবার তাঁদের পুজো দর্শকদের নজর কাড়বে।
বনগাঁয় উল্লেখ্যযোগ্য সুভাষনগর সেবা সমিতির পুজো। প্রতিবছর নতুন নতুন থিমের ভাবনা ফুটিয়ে তোলেন উদ্যোক্তারা। এবারে তাঁদের থিম, ‘গঙ্গা আরতি বারাণসীর, মন ভরাবে বনগাঁবাসীর’। ৭৭ তম বর্ষে পা দিল তাদের পুজো। থিমে বেনারসের একটি ঘাটের ছবি তুলে ধরা হয়েছে। বয়ে গিয়েছে গঙ্গা। গঙ্গার তীরে একটি মন্দির গড়ে উঠেছে। মন্দিরের সামনে গঙ্গা তীরে আরতি করবেন পুরোহিতরা। জ্বলবে কয়েক হাজার প্রদীপ ও মোমবাতি। রোজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আরতির ব্যবস্থা থাকছে। প্রতিদিন প্রায় পাঁচ কেজি ঘি ও কর্পূর জ্বালিয়ে চলবে আরতি।
এছাড়া বনগাঁর অন্যতম একটি পুজো রেটপাড়া স্পোর্টিং ক্লাব। এবার ৭৮ বর্ষে পা দিল তাঁদের পুজো। এবছর পুজোর থিম ‘মা আসছেন মায়ের ঘরে’। সঙ্গে আকর্ষণীয় আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে গ্র্যান্ড লিসবোয়া। প্রতি বছর পুজোয় নতুন নতুন থিম উপহার দেয় প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। ৬৯ বর্ষে তাঁদের থিম কোমল গান্ধার। পুজো উপলক্ষে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ হয়ে ওঠে উৎসবের প্রাণ কেন্দ্র। সৃষ্টি সুখের উল্লাসে থিম তুলে ধরেছে বনগাঁ অভিযান সঙ্ঘ। ৭৯ তম বর্ষে পা দিল তাঁদের পুজো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেছেন।
ধীরে ধীরে সেজে উঠছে বনগাঁ। প্রতিটি প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।  নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা