মনোমালিন্য থেকে দেবী আরাধনা, দিন দিন উন্মাদনা বাড়ছে মধ্যপাড়া কমিটির পুজোয়

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভাগীরথী নদীর পাড়ে ছোট্ট গ্রাম নয়াচর। নদীয়া জেলার মূল ভূখণ্ড থেকে বাদ হয়ে গেলেও তা এই জেলারই অংশ। ভারী বৃষ্টিতে ভাগীরথীর জলস্তর বাড়লেই গ্রামে জল ঢুকে পড়ে। প্রত্যন্ত এলাকা। গ্রামবাসীদের আর্থিক অবস্থাও সেরকম ভালো নয়। মূলত চাষবাস করেই তাঁরা জীবন যাপন করেন। সেই গ্রামেই দুর্গোৎসবের আমেজ বাড়িয়ে তুলেছে নয়াচর মধ্যপাড়া পুজো কমিটি। পুজোর জাঁকজমক সেরকম না থাকলেও গ্রামের মানুষের এই পুজোকে নিয়ে উদ্দীপনার খামতি নেই। পুজোর বয়সও মাত্র চার বছর। আর তাতেই গ্রামবাসীদের মনে জায়গা করে নিয়েছে এই পুজো কমিটি। পুজোর চারটে দিন নানা অনুষ্ঠানে মেতে ওঠে গোটা গ্রাম। গ্রামবাসীদের দিন কাটে পুজো কমিটির মণ্ডপেই। প্রথম থেকেই সরকারি অনুদান পাচ্ছে এই পুজো কমিটি। চলতি বছরে রাজ্য সরকার অনুদানের পরিমাণ বাড়িয়েছে। যার জন্য এবছর নয়াচর মধ্যপাড়া পুজো কমিটির মণ্ডপের উচ্চতাও বেশি কিছুটা বাড়তে চলেছে। বর্তমানে জোর কদমে পুজো প্রস্তুতির কাজ চলছে। চূড়ান্ত ব্যস্ততা পুজো উদ্যোক্তাদের। 
২০২০ সালে দিলীপ সরকার, লালন সিং, বিশু সরকার, দীপক সরকার, গৌতম মজুমদার, রাজু বিশ্বাস সহ বেশ কয়েকজন মিলে দুর্গাপুজো শুরু করার উদ্যোগ নেন। যদিও এর পিছনে গ্রাম্য অভিমানও রয়েছে। গ্রাম থেকে কিছু দূরে আর এক জায়গায় দুর্গাপুজো হতো। সেখানকার পুজো উদ্যোক্তাদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল এখানকার বাসিন্দাদের। তখনই গ্রামে ফিরে পুজো শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর বিগত চার বছর ধরে পুজোর জাঁকজমক বেড়েই চলেছে। পূর্ব বর্ধমানের দাঁইহাট সংলগ্ন এলাকা হওয়ায় সেখান থেকেই প্রতিমা নিয়ে আসে পুজো উদ্যোক্তারা। বর্তমানে পুজো কমিটির সঙ্গে প্রায় ৩০ জন সদস্য যুক্ত রয়েছেন। পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে গ্রামের লোকজন ভিড় করেন। বিভিন্ন রকম প্রতিযোগিতাও রাখা হয়। তাতে যাঁরা জয়ী হন, তাঁদের পুরস্কৃত করা হয়। যার জন্য উৎসবের আমেজ আরও কিছুটা বেড়ে ওঠে। পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিলিও করা হয়। 
এবছর সরকারি অনুদান বাড়ানোর ফলে পুজো উদ্যোক্তারা খুব খুশি। অতিরিক্ত টাকা পাওয়ায় মণ্ডপের উচ্চতাও বাড়ানো হচ্ছে। পাশাপাশি গ্রামের দুঃস্থদের পুজোর সময় সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তরা। প্রতিবছর ২০০ জন মানুষকে পুজো কমিটির তরফে খাওয়ানো হয়। তবে এবার সেই সংখ্যা ৮০০ ছাড়িয়ে যাবে বলে দাবি পুজো কমিটির। পাশাপাশি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে নয়াচর মধ্যপাড়া পুজো কমিটির পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে এলাকায়। 
পুজো উদ্যোক্তা দিলীপ সরকার বলেন, আমাদের পুজোর বয়স চার বছর। প্রতিবছর চেষ্টা করা হয় যাতে গতবছরের তুলনায় আরও ভালো করে পুজো হয়। সরকারি অনুদান পাওয়ায় আমরা উপকৃত। এবছর পুজোর জাঁকজমক অনেকটাই বাড়ানো হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা