আনন্দে শামিল হতে বিদেশ থেকে ঘরে আসেন ভবানন্দপুরের মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা

গণেশ মজুমদার, কালনা: পেশার টানে বিদেশের মাটিতে থাকলেও শারদ উৎসবে নাড়ির টানে বাড়ি ফেরেন ভবানন্দপুরের মুখোপাধ্যায় পরিবারের প্রবাসী সদস্যরা। এবারও দেবীপক্ষের সূচনা হতেই পরিবারের সদস্যরা সপরিবারে আসছেন। কেউ চীন, আমেরিকা, কেউ আবার সৌদি আরব প্রভৃতি দেশ থেকে সপরিবারে আসতে শুরু করেছেন।
কালনা থানার ভবানন্দপুর গ্রাম বহু প্রাচীন জনপদ। প্রায় আড়াইশো বছর আগে গ্রামের জমিদার ভুবনানন্দ মুখোপাধ্যায় প্রথম গ্রামের মানুষের আবদার মেটাতে দুর্গাপুজো শুরু করেন। পরিবারের সদস্য হরিনারায়ণ মুখোপাধ্যায়ের আমল থেকে পুজোর জৌলুস বৃদ্ধি পায়। হরিনারায়ণবাবু ব্রিটিশ আমলে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। সেইসময় পুজোর চারদিন আশপাশের আট-দশটি গ্রামের কয়েকশো মানুষের পাত পড়ত জমিদার বাড়িতে। পরিবারের দাবি, জমিদার ভুবনানন্দবাবুর নাম অনুসারে এলাকার নাম হয় ভবানন্দপুর।
এখন গ্রামের আশপাশে অনেক পুজো হলেও মুখোপাধ্যায় পরিবারের দেবী দর্শন না করলে যেন পরিপূর্ণতা পায় না। তাই পুজোর কয়েকদিন ভিড় উপচে পড়ে। পরিবারের অনেক সদস্যই এখন কর্মসূত্রে ভিনরাজ্য ও বিদেশে থাকেন। পুজোর উৎসবে সকলে হাজির হওয়ার চেষ্টা করেন। এবার আমেরিকা, দুবাই, চীন সহ বিভিন্ন দেশ থেকে গ্রামের বাড়িতে পুজোয় আসছেন পরিবারের সদস্যরা। সপরিবারে আসছেন অনীশ মুখোপাধ্যায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রবীণ সদস্য এককড়ি মুখোপাধ্যায় বলেন, ছোটবেলায় দাদুদের কাছ থেকে শুনেছি আড়াইশো বছর আগে এলাকায় আর কোনও দুর্গা পুজো ছিল না। আমাদের বাড়িতেই প্রথম দুর্গাপুজো হয়। সেইসময় কাঁচা রাস্তা দিয়ে হেঁটে গোরুর গাড়িতে মানুষ পুজো দেখতে আসতেন। আজ স্থায়ী দুর্গা ও নবপত্রিকা মন্দির নির্মাণ হয়েছে। গ্রামের রাস্তা পাকা হয়েছে। বিদ্যুতের আলো এসেছে।
পরিবারের সদস্য জ্যোর্তিময় বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয়। কথিত আছে, দেবী এতটাই জাগ্রত যে মা নিজেই শাঁখারির থেকে শাঁখা পরেছিলেন। একসময় ছাগ বলির প্রথা থাকলেও আজ চালকুমড়ো, আখ প্রভৃতি বলি হয়। সারা বছর সদস্যরা কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর কয়েকদিন আমরা সবাই বৃহত্তর একান্নবর্তী পরিবার। দশমীতে মহিলাদের সিঁদুর খেলা হয়। প্রতিমা বিসর্জনের পর ঢাকিরা গ্রামের একটি মনসা গাছের কাছে এসে ঢাক বাজাতে থাকেন। উমার কৈলাসে ফেরার বার্তা দিয়ে নীলকণ্ঠ পাখি আকাশে উড়ে যায়। সেই দৃশ্য দেখতে আজও বিসর্জনের পর বহু মানুষ ভিড় করেন। -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা