মহিলাদের অগ্রগতিকে কুর্নিশ জানিয়ে সুভাষপল্লি বয়েজ ক্লাবের থিম ‘নারী’

মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: বদ্ধ ঘরে আর আবদ্ধ নয় নারী। মহাকাশকে জয় করেছেন কেউ। কেউবা শাসন করেছেন দেশ। বিজ্ঞান, পর্বতারোহন, খেলা কিছুতেই পিছিয়ে নেই তাঁরা। নারী সমাজের এই অগ্রগতিকে কুর্নিশ জানাচ্ছে সিতাই সুভাষপল্লি বয়েজ ক্লাব। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার উৎসাহে দুর্গাপুজো শুরু করে এই ক্লাব। এবারে চতুর্থ বর্ষ। এদের থিম ‘নারী’। পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। বুধবার মহালয়ার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করে দিয়েছেন। এটি কোচবিহারের সাংসদের পুজো হিসেবে পরিচিত। জেলার সব প্রান্তের মানুষ তাঁদের পুজো দেখতে আসেন বলে দাবি উদ্যোক্তাদের। 
এমপি বলেন, নারী সমাজের অগ্রগতি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। সুভাষপল্লি বয়েজ ক্লাবের পুজো সাধারণ মানুষের মনজয় করবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। পুজো কমিটির অন্যতম উপদেষ্টা তথা সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া বলেন, এখন নারীরা আর বদ্ধ ঘরে আবদ্ধ নয়। বরং বিশ্বকে জয় করছে। আমাদের রাজ্য পরিচালনা করছেন একজন নারী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মহাকাশ জয় করেছেন কল্পনা চাওলা। সব নারীকে সম্মান জানাতেই পুজোর এই থিম। মুখ্যমন্ত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সহ কৃতী মহিলাদের ছবি থাকবে মণ্ডপে। 
সিতাই সুভাষপল্লি বয়েজ ক্লাবের সভাপতি রাজা সরকার বলেন, আমাদের ক্লাবের পুজো সাংসদেরই পুজো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করবেন এবারও। নারীকে সম্মান জানিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। পুজো কমিটির সম্পাদক কুন্তল বর্মা বসুনিয়া। পুজোর আয়োজনে সবরকম সহযোগিতা করছেন ক্লাব সভাপতি শ্যামল গঙ্গোপাধ্যায়, সহ সভাপতি বাপ্পা সরকার সহ ক্লাবের অন্য সদস্যরা। 
সিতাইয়ের ছেলে সোমনাথ দত্ত মণ্ডপ নির্মাণ করছেন। প্রতিমা আসছে পাগলারহাটের কণ্ঠেস্বর বর্মনের কারখানা থেকে। মণ্ডপে ঢুকতেই দেখা যাবে মাটির ঘর। সেই ঘরেই বীরাঙ্গনাদের ছবি রাখা হয়েছে। সেই ঘর পেরিয়ে এগিয়ে যেতেই মিলবে টেরাকোটার কাজ। দুর্গার চিত্রপট আর বাঁকুড়ার টেরাকোটার মূর্তি সাজানো থাকবে পরপর। সমাজে অবহেলিত নারীদের দুঃখযন্ত্রণার কাহিনিও দেখা যাবে। অ্যাসিড আক্রান্ত হয়ে জীবন নষ্ট হয়েছে অনেক নারীর। বৃদ্ধকালে জন্মদায়ী মা’কে কষ্ট পেতে হয়। পুত্রসন্তান জন্ম না দিলে মেলে যন্ত্রণা। মেয়েদের এরকম নানা কষ্টের চিত্র দেখা যাবে মণ্ডপে। তবে আশার আলোও রয়েছে। দেবীর বরদান, দেখা যাবে মাথার উপরে। একদিন সমস্ত দুঃখকষ্ট দূর হবে তাঁদের। সেই বার্তাও দেওয়া হয়েছে থিমে।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা