তুফানগঞ্জের কামাত ফুলবাড়ি যুব সঙ্ঘে দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে মণ্ডপ

দেবজ্যোতি সাহা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরে বিগ বাজেটের দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম কামাত ফুলবাড়ি যুব সঙ্ঘের পুজো। এবারে দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে কাল্পনিক মণ্ডপ তৈরি করছে এরা। শহরের ৬ নম্বর ওয়ার্ডের রামহরি মোড়ে ক্লাব প্রাঙ্গণে চলছে মণ্ডপ তৈরির কাজ। পঞ্চমীতে পুজোর উদ্বোধন। কাঠ, বাঁশ, ফোম প্রভৃতি দিয়ে করা হচ্ছে ৫৫ ফুট উঁচু মণ্ডপটি। অসমের ১৫ জন শিল্পী গত একমাস ধরে দিন-রাত এককরে মণ্ডপ তৈরির কাজ করে চলেছেন। এখন শেষ মুহূর্তে ব্যাস্ততা আরও বেড়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বক্সিরহাটের মৃৎশিল্পী বানাচ্ছেন প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, আলোকসজ্জাতেও থাকবে অভিনবত্বের ছোঁয়া। 
এবারে কামাত ফুলবাড়ি যুব সঙ্ঘের পুজো ৫৯ বছরে পড়ল। বাজেট ধরা হয়েছে আট লক্ষ টাকা। পুজোর পাশাপাশি বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, দরিদ্র ভোজন, দুঃস্থদের আর্থিক সহযোগিতা সহ নানান ধরনের সামাজিক কর্মসূচি ক্লাবের পক্ষ থেকে সারা বছরই করা হয়। ক্লাব সদস্য ভাস্কর সরকার, অজয় দাস, বিজু শীল সহ সর্বস্তরের সদস্যরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের পুজোকে সেরা করে তুলতে ঝাঁপিয়ে পড়েছেন। 
কামাত ফুলবাড়ি যুব সঙ্ঘের দুর্গাপুজো কমিটির সম্পাদক প্রফুল্ল বর্মন বলেন, পুজোর ক’দিন শহর ও গ্রামগঞ্জের দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে আমাদের মণ্ডপে। আশা করছি, এবারেও ব্যাতিক্রম হবে না। পুজোর দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য নিজস্ব প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। মণ্ডপের বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। 
পুজো কমিটির সভাপতি অনন্তকুমার বর্মা বলেন, আমাদের পুজোয় পাড়ার সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অষ্টমীতে মহাপ্রসাদের ব্যবস্থা করি আমরা। নবমীর দিন দর্শনার্থীদের খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। এবারও একইভাবে ওই কর্মসূচিগুলি হবে। মণ্ডপ তৈরি করা হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দিরের অনুকরণে। আশা করছি, আমাদের পুজোর পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করবে।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা