ভুটানে দুর্গা প্রতিমা গেল কুমারগ্রাম থেকে

সংবাদদাতা, কুমারগ্রাম: প্রতিবেশী দেশ ভুটানেও হবে দুর্গাপুজো। তৃতীয়া থেকেই দেবীর আরাধনা হবে ভুটানে। তারজন্য আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থেকে দুর্গা প্রতিমা নিয়ে গেলেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার বিকেলে কুমারগ্রামে এই দৃশ্যই চোখে পড়ল। কুমারগ্রামের মৃৎশিল্পী শিবেশ নাগ নিজের হাতে তৈরি করেছেন ওই দুর্গাপ্রতিমা। সেই প্রতিমা এদিন গাড়ি করে পাড়ি দিল প্রতিবেশী দেশে। তবে ভুটানে শুধুমাত্র দুর্গাকে পুজো করা হয়। দুর্গার সঙ্গে থাকেন অসুর, সিংহ ও মহিষ। দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকেন না। 
মৃৎশিল্পী শিবেশবাবু বলেন, প্রতি বছরই ভুটান থেকে দুর্গা প্রতিমার অর্ডার মেলে। প্রতিবেশী দেশের দুর্গাপুজোর প্রতিমা বানাতে পেরে খুব ভালো লাগে। ওদের চাহিদা মতোই প্রতিমা তৈরি করে দিই। কুমারগ্রামের বাসিন্দা প্রদীপ সরকার বলেন, ভুটানের সামসির কয়েকজন বাসিন্দা আমাদের এলাকার কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা নিয়ে গেলেন। দেখে খুবই ভালো লাগল। এইভাবেই দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত হয় এবং ভাতৃত্ববোধ জেগে উঠে।
 ভুটানের সামসি এলাকার বাসিন্দারা এদিন কুমারগ্রামে আসেন দুর্গাপ্রতিমা নিতে। গাড়িতে করে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে। তৃতীয়া থেকেই সেখান দেবীর পুজো শুরু হবে। ভুটানের কেলাবাড়ি এলাকার উদ্যোক্তারাও কুমারগ্রামে প্রতিমা বানানোর অর্ডার দিয়েছেন। তাঁরা ষষ্ঠী থেকে পুজো শুরু করবেন।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা