দুর্গাপুজোর মুখে জোর ব্যস্ততা জোরশিমূলির শোলা শিল্পীদের

সন্দীপ বর্মন, মাথাভাঙা: পুজো এলেই ব্যস্ততা বাড়ে মাথাভাঙা-১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমূলির দিঘলটারিতে। এলাকার প্রায় ৩৫টি পরিবার শোলার কাজ করে। পুজোর তিন মাস আগে থেকে তাঁরা শোলার কদমফুল বানান। কয়েকজন তৈরি করেন সোলার চাঁদমালা ও প্রতিমার অলঙ্কার। 
বাসিন্দারা জানান, জলঢাকা নদীর চরের নিচু জমিতে শোলার চাষ করেন। শোলা গাছ কেটে শুকিয়ে তা থেকে যেমন কদমফুল বানান, তেমনই দুর্গা প্রতিমার গয়না সহ সাজসজ্জার উপকরণ তৈরি করেন। তবে জোরশিমূলির সিংহভাগ পরিবারই কদমফুল তৈরির কাজ করেন। রংবেরঙের কদমফুল বানাতে সমান দক্ষ বাড়ির বড়দের সঙ্গে খুদেরাও। পুজোর কয়েকমাস আগে থেকে পরিবারের সকলে মিলে কদমফুল বানাতে ব্যস্ত হয়ে পড়েন। 
স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন বর্মন, প্রফুল্ল বর্মন, সদানন্দ বর্মন বলেন, আমরা শোলা গাছ শুকিয়ে রাখি। পুজোর তিন মাস আগে থেকে কদমফুল সহ প্রতিমার অলঙ্কার বানাই। বছরের এই তিন মাস আয়ের মূল সময়। এখানকার কদমফুল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ছাড়াও শিলিগুড়ি যায়। পাইকাররা এসে কদমফুল নিয়ে যান। স্থানীয় বাজারে নিজেরাও কিছু বিক্রি করি। আর্থিক সহায়তা মিললে রাজ্যের বাইরে কদমফুল পাঠিয়ে বেশি মুনাফা করা সম্ভব হতো। 
শোলাশিল্পী স্বপ্না বর্মন বলেন, সরকারি সহায়তা পেলে আমরা আরও ব্যাপক আকারে শোলার কাজ করতে পারতাম। সারা বছর কাজ হলে স্বচ্ছ্বলতার মুখ দেখা যেত। মহকুমার বিভিন্ন প্রান্তে শোলার কাজ বিছিন্নভাবে হলেও কদমফুল বানানোর কাজ একসঙ্গে এতগুলি পরিবার অন্যত্র আর কোথাও হয় না বলে দাবি স্বপ্নার। 
এ ব্যাপারে মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, কেদারহাটের জোরশিমূলিতে একটি পাড়ার ৩৫টি পরিবার শোলার কাজ করে। ওরা মূলত কদমফুলই বানায়। কেউ কেউ প্রতিমার গয়না তৈরি করে। আমাদের কাছে সহায়তার জন্য আজ পর্যন্ত কোনও আবেদন আসেনি। ওরা আবেদন করলে নিশ্চয় সেটা নিয়ে আলোচনা হবে। সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে কীভাবে সহায়তা করা যায় সেব্যাপারে দেখব।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা