শক্তিগড় সর্বজনীনে মিসাইল-কামান সৃষ্টির বার্তা দেবেন অস্ত্রহীন দশভুজা

সুব্রত ধর ও সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: যুদ্ধ পরবর্তী ধ্বংসস্তূপ। ভাঙা বাড়ি। বিপর্যস্ত নগর। ইতি-উতি ছড়ানো মিসাইল, বোফর্স কামান ও ট্যাঙ্কার। এরই মাঝে সৃষ্টির বার্তা দেবেন অস্ত্রহীন দশভুজা। এমন ভাবনায় মণ্ডপ বানাচ্ছে শক্তিগ‌ড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাদের ভাবনার নাম ‘যুদ্ধ চাই না, ধরা মাঝে চাই সৃষ্টির আগমনি বার্তা’। লাইট ও সাউন্ডের খেলায় মণ্ডপ ঝলমলিয়ে উঠবে। অন্যদিকে, প্রাচীন জমিদার বাড়ির আদলে মণ্ডপ দেখা যাবে শক্তিগড় উজ্জ্বল সঙ্ঘে। টিন দিয়ে তিনটি মণ্ডপ বানাচ্ছে এরা। তাতে থাকবে আধুনিক প্রতিমা। থিম ‘কহণের কথা’। 
পুজোর দিনগুলিতে শক্তিগড় হয়ে ওঠে দর্শনার্থীদের অন্যতম কেন্দ্রবিন্দু। শক্তিগড় সর্বজনীন দুর্গাপুজো পরিচালনা করে শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার। গতবার ধুনুচি দিয়ে মণ্ডপ গড়ে দর্শনার্থীদের চমক দিয়েছিল। এবার ইট, কাঠ, বাঁশ, প্লাইবোর্ড, সুতো, লোহার তার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। শিল্পী সঞ্জয় হোড় বলেন, পরিবেশবান্ধব উপকরণ দিয়ে যুদ্ধ পরবর্তী ধ্বংসাবশেষ দৃশ্য করা হচ্ছে। ভাঙা বাড়ি, বিধ্বস্ত রাস্তা, যত্রতত্র মিসাইল, বোফর্স কামান, ট্যাঙ্কারের মডেল করা হচ্ছে। একটি বোফর্স কামান, দু’টি ট্যাঙ্কার, তিনটি মিসাইল দেখা যাবে। ধ্বংসের সেই দগদগে নমুনা। পাশেই গ্লোব। মানুষের মুখ। বেশ কিছু মডেল। প্রাণের স্পন্দন। গাছ, পশু ও পাখি সহ সৃষ্টির দৃশ্য। মণ্ডপের মাথায় থাকবে ট্রান্সপারেন্ট শেড। লাইট ও সাউন্ড আকর্ষণ আরও বাড়াবে। 
পুজো কমিটির সম্পাদক কৌশিক অধিকারী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছে। ধ্বংস হচ্ছে। তা হলেও সৃষ্টি অব্যাহত। এজন্যই ৭৩তম বর্ষে এমন থিম। যুদ্ধ পরবর্তী ধ্বংসস্তূপে সৃষ্টির বার্তা দেবেন অস্ত্রহীন দশভুজা। তাঁর কাছে আত্মসমর্পণ করবে অসুর। আধুনিক প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী সুবল সূত্রধর। বাজেট ১৩ লক্ষ টাকা। 
শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার থেকে কয়েকশো মিটার দূরে শক্তিগড় হাইস্কুলের মাঠে উজ্জ্বল সঙ্ঘের পুজোও প্রতিবার আলাদা করে নজর কাড়ে। এবার তারা টিন দিয়ে প্রাচীন জমিদার বাড়ির আদলে মণ্ডপ গড়ছে। ভিতরে বেশকিছু মডেল দরজা থাকবে। তিনটি মণ্ডপে থাকবে ন’টি গম্বুজ। মূল মণ্ডপের সামনে থাকবে আরও দু’টি মণ্ডপ। একটিতে লক্ষ্মী-গণেশ, আরএকটিতে কার্তিক-সরস্বতী থাকবেন। মূল মণ্ডপে থাকবেন দশভুজা। মণ্ডপটি বানাচ্ছেন শিলিগুড়ির শিল্পী কৃষ্ণ সাহা। তিনি বলেন, মণ্ডপটি পরিত্যক্ত জমিদার বাড়ির আদলে হচ্ছে। ঘরের টিন ভোঙে পড়েছে। চারপাশও ভাঙা ও জঙ্গলে ভরা। পুজো কমিটির সম্পাদক শেখর দত্ত বলেন, দর্শনার্থীদের কেউ একটি আঙ্গিক, কেউ আবার আধ্যাত্মিক ভাষা খুঁজে বেড়ান। কেউ আবার ভিন্ন প্রকারের মণ্ডপ খোঁজেন। তাই মনুষের ভাবনার উপর ভিত্তি করেই ৭১তম বর্ষে আমাদের এমন থিম। পুজোর বাজেট ২৯ লক্ষ টাকা।  নিজস্ব চিত্র।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা