আমরা সবাই ক্লাবের থিম ‘মা কার?’

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দেখতে দেখতে পেরিয়ে গেল তেরোটি বছর। ইংলিশবাজার শহরের রবীন্দ্রভবন মোড়ের আমরা সবাই ক্লাবের দুর্গাপুজোর এবার ১৪ বছর। এবছর তাদের থিম ‘মা কার?’। 
পুজো কমিটির সদস্য অসীম মালাকার বলেন, আমাদের এবছরের পুজোর থিম ‘মা কার?’ বিষয়টি দু’ভাবে তুলে ধরা হচ্ছে। মা দুর্গা প্রতিবছর নিজের চার সন্তানকে নিয়ে একই রূপে, একই ভাবে মর্ত্যে আসেন। অথচ পৃথিবীতে অসংখ্য মা আছেন, যাঁদের নিজের সন্তান থাকতেও বাড়িতে একা থাকতে হয়।
তাঁর সংযোজন,মণ্ডপে মা ও সন্তানের সম্পর্কের বেশকিছু দিক ফুটিয়ে তোলা হচ্ছে। সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মাকে অনেক ক্ষেত্রে আইসিইউতে ভর্তি হতে হয়। অথচ সেই সন্তান একসময় জন্মদাত্রীর কথা বেমালুম ভুলে যায়। সমাজে একটু চোখ ফেরালে দেখা যাবে, টাকার পিছনে ছুটতে গিয়ে সন্তানরা বয়সের ভারে নুইয়ে পড়া মাকে বাড়িতে রেখে পাড়ি দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশে। এদিকে বছরের পর বছর সন্তানের পথ চেয়ে চোখের জল ফেলছেন মা। খ্যাতি, অর্থ, প্রতিপত্তির জন্য সন্তানরা ভুলতে বসেছেন সবচেয়ে দামি সম্পর্কের মূল্য। এতকিছুর মধ্যেও সন্তানের জন্য মায়ের একটাই কথা, ‘তুই ভালো থাকিস’। 
বৃহস্পতিবার তাঁদের পুজো প্যান্ডেলে গিয়ে দেখা যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে শেষ মুহূর্তের কাজ। থিমের যাবতীয় দৃশ্য মডেল ও লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। 
আমরা সবাই ক্লাবের পুজো কমিটির সম্পাদক বিপুল সর্দার বলেন, এবছর আমরা এক অন্য রকমের ভাবনা নিয়ে থিম করেছি। আমাদের থিমের নাম ‘মা কার?’। মা দুর্গা তো আমাদের সকলের। কিন্তু গর্ভধারিণী মাকে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা