ডালখোলায় মিলনী সঙ্ঘে দুর্গাপুজোর থিম ‘মাটির মা’

কাজল মণ্ডল, ইসলামপুর: ডালখোলায় মল্লিকপুর মোড়ের মিলনী সঙ্ঘে পুজোর থিম ‘মাটির মা’। এবার তাদের পুজো এবার ৬৪ তম বর্ষে। প্রতিবার দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই পুজো। এবারও তার অন্যথা হবে না বলে দাবি উদ্যোক্তাদের। পুজো কমিটির সম্পাদক শঙ্কর বিশ্বাস বলেন, আমাদের পুজোয় প্রতিবছর চমক থাকে। এবারের থিম ‘মাটির মা’। 
আশা করছি দর্শনার্থীদের ভালো লাগবে। থিম সাজিয়ে তুলছেন হাবড়ার শিল্পী অর্ধেন্দু পাল, মণ্ডপ সজ্জায় আছেন শিস ডেকরেটর্স ও শব্দতরঙ্গে রিপন ভাওয়াল।
শিল্পী অর্ধেন্দুবাবু জানিয়েছেন, কাপড়, মাটি, চট, ধানগাছ, ১৬০০ ঘট, সাড়ে তিন হাজার প্রদীপ দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। মায়ের কাছে মানত করার প্রতীক হিসেবে মণ্ডপে প্রচুর ইট ঝোলানো থাকবে।  মণ্ডপে ঢুকতেই দেখা যাবে ঘট ও প্রদীপ দিয়ে দেবীকে বরণ করা হচ্ছে। মায়ের যেহেতু বিভিন্ন রূপ। তাই প্রথম দৃশ্যে থাকছে মা কালী। এখানে কালী প্রতিমায় খড়ের উপরে মাটি লেপা থাকবে কিন্তু রং করা কিংবা অন্য কোনও সজ্জা থাকছে না। দ্বিতীয় ধাপে দেখা যাবে মা না থাকলে বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে, সেই শূন্যতা। সেজন্য একটি ঘরে পুরনো আসবাবপত্র, মায়ের ব্যবহারের বিভিন্ন জিনিস থাকবে। কিন্তু মা থাকবে না। তৃতীয় তথা শেষ ভাগে দেখা যাবে দেবী দশভুজার ঠিক সামনে মাটির তৈরি সাধারণ বেশে একজন মা দাঁড়িয়ে আছেন। দুটি প্রতিমা সমান্তরালে রাখা হবে। যা দেখে দর্শনার্থীদের মনে হবে সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মায়েরই দশটি হাত অর্থাৎ তিনিই  দশভুজা। পুজো কমিটির সদস্য তনয় দে বলেন, বাড়িতে মা-ই আসল দশভুজা। তিনি যেমন সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন, বকুনি দেন, তেমনি সংসারকে আগলে রাখেন। একজন সাধারণ মা দশভুজার মতোই দশ হাতে সংসার সামলান। মায়ের গুরুত্ব থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা