খড়্গপুরে পুজোর থিমে সত্যজিৎ রায় থেকে হলিউডের চলচ্চিত্র

সংবাদদাতা, মেদিনীপুর: কোথাও বাংলার গর্ব সত্যজিৎ রায়, আবার কোথাও হলিউডের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হবে। থাকবে ‘পুরাতনের আত্মকথন’ থেকে শুরু করে কেরলের সংস্কৃতিও। রেল শহর খড়্গপুরে এবার পুজোয় থিমের ছড়াছড়ি। মণ্ডপ তৈরির কাজ জোরকদমে চলছে। মণ্ডপে মণ্ডপে কৌতূহলী কচিকাঁচাদের ভিড়ও জমছে।
শহরের তালবাগিচা রথতলার পুজো এবার ৪৮বছরে পড়ল। দুর্গাপুজোয় নতুন প্রজন্মের কাছে বাঙালির গর্ব সত্যজিৎ রায়কে তুলে ধরতে চান তাঁরা। থিমের নাম দেওয়া হয়েছে ‘মহারাজ তোমারে প্রণাম’। মণ্ডপে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার দৃশ্য ফুটিয়ে তোলা হবে। কিংবদন্তী পরিচালক এবং তাঁর বিভিন্ন সিনেমার অভিনেতাদের মূর্তিও থাকছে। মণ্ডপ ঘুরলে মনে পড়ে যাবে ‘ভূতের রাজা দিল বর’ ও ‘দড়ি ধরে মারো টান’। হীরকরাজের দরবারও স্থান পাবে মণ্ডপে। থিমের মণ্ডপ হলেও সাবেকি প্রতিমার পুজো করা হবে।
সহজ-সরলভাবে দেবীর আরাধনার ডাক দিয়েছে সঙ্ঘশ্রী ক্লাব। থিমের নাম দেওয়া হয়েছে ‘মাটির আহ্বান’। নানারকম পুতুল, সরা, মানুষের অবয়ব, কুলো, বাঁশের শিল্প প্রভৃতি দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। মণ্ডপ ঘিরে থাকবে দেবী দুর্গার একাধিক মুখ। এছাড়া, বিভিন্ন হাতে আঁকা ছবির মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা বার্তা দেওয়া হবে। এবার এই পুজো ৪৬ বছরে পড়ল।
প্রেমবাজারের দুর্গাপুজোয় এবার কেরলের জীবনযাত্রা, সংস্কৃতি, হস্তশিল্পকে তুলে ধরা হবে। ৬৫তম বর্ষে তাঁদের থিমের নাম ‘গডস ওন কান্ট্রি’। থিমের সঙ্গে মানানসই প্রতিমা মণ্ডপে থাকছে। তবে পৃথক একটি ছোট সাবেকি একচালার প্রতিমায় পুজো হবে।তালবাগিচা নেতাজি ব্যায়ামাগার সর্বজনীনে এবারের থিম হলিউড মুভি ‘জুমানজি’। এই সিনেমার দৃশ্য অবলম্বনে তৈরি হচ্ছে মণ্ডপ। এবার তাদের পুজোর ৫৫তম বর্ষ। তালবাগিচা সবুজসঙ্ঘ সর্বজনীনের পুজোয় এবারের থিম ‘অতিথি দেবো ভবঃ’। অতিথি যে দেবতুল্য-সেটাই মণ্ডপে তুলে ধরা হবে। এই পুজোও ৫৫বছরে পড়ল। মালঞ্চ বিবেকানন্দপল্লি পুজো কমিটির এবারের থিম ‘পুরাতনের আত্মকথন’। ৫৫তম বর্ষে মণ্ডপে বাঁকুড়ার ডোকরা শিল্পকলা ফুটিয়ে তোলা হবে। পাটকাঠি দিয়ে তৈরি মণ্ডপে ডাকের সাজের প্রতিমা থাকবে।
বোগদা বাবুলাইনের পুজো ৯৮ বছরে পড়ল। এবার লোহার তার, ফাইবার আর আলোর সাহায্যে বারাণসীতে গঙ্গার ধারের সন্ধ্যারতির দৃশ্য মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। সাবেকি প্রতিমায় পুজো হবে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা