বৈতা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম কেদারনাথ মন্দির

সৌম্যকান্তি ত্রিপাঠী, বেলদা: মোহনপুর থানার বৈতা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম কেদারনাথ মন্দির। প্রতিবছরই নানা ধরনের থিমের চমক আনে বৈতা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গত বছর প্লাটিনাম জুবলিতে থিম ছিল অমৃতসরের স্বর্ণমন্দির। যা বানিয়ে জেলায় সাড়া ফেলে দিয়েছিল এই পুজো কমিটি। এবারেও তার খামতি থাকছে না বলে দাবি উদ্যোক্তাদের। এবার উত্তরাখণ্ডের মন্দির সামনে থেকে দেখতে পাবে দর্শনার্থীরা। জোরকদমে চলছে মন্দির তৈরি। এবার পুজোর বাজেট ১০লক্ষাধিক টাকা। ৭৬তম বর্ষে এবারের পুজোতে তাক লাগাতে রয়েছে আরও চমক। 
স্বাধীনতার ঠিক এক বছর পর ১৯৪৮সালে কয়েকটি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে অবিভক্ত মেদিনীপুরে মোহনপুর ব্লকের বৈতায় শুরু করেছিলেন দুর্গাপুজো। তৎকালীন সময়ে অবিভক্ত মেদিনীপুরে ওড়িশার সীমান্তবর্তী এলাকায় ছিল না তেমন কোনও সর্বজনীন পুজো। বৈতার পাশাপাশি কুসুমদা, চৈতা, কাশিয়াবাগ, গরুড়া, গোবিন্দপুর, ঝাটিয়া, জড়িসাই, জামুয়া, ধৌড়জামুয়ার মতো ১০-১২টি গ্রামের মানুষ একজোট হয়ে শুরু করেছিল এই পুজো। বর্তমানে ৭৬তম বর্ষে কেদারনাথ মন্দিরের পাশাপাশি থাকছে বড় প্রতিমা। থাকছে প্রায় ৬২ফুট উঁচু চন্দননগরের আলোকসজ্জা।
পুজো কমিটির মুখ্য উপদেষ্টা দেবব্রত দাস, চঞ্চল প্রধান বলেন সারা বছর ধরে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকে এই পুজো কমিটি। আশেপাশের গ্রামের মানুষ ও গ্রামগুলির বিভিন্ন কমিটি এই পুজোর কাজে ঝাঁপিয়ে পড়ে। স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ওষুধ বিতরণ, অন্ন, বস্ত্র বিতরণে যুক্ত থাকেন আমাদের এই পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা লোটন বেরা, অসিত দোলাই বলেন, তৃতীয়া থেকে প্রতিদিনই থাকছে টলিউড ও বাংলা সিরিয়ালখ্যাত নানা শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভার্চুয়ালি আমাদের এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের অনুদান আমাদের সামাজিক কর্মকাণ্ড করতে আরও বেশি করে উৎসাহিত করেছে। আর তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।  বৈতা বাজার সর্বজনীনের পুজো কমিটি।-নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা