১১২ জন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো, থিম ‘বন্দে ভারত’

প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰামের বিনপুর-২ ব্লকের ছোট্ট গ্ৰাম আশাকাঁথি। এই গ্ৰামেরই ১১২ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার দুর্গাপুজো করছেন। পুজোর থিম বন্দে ভারত ট্রেন। মণ্ডপ পরিকল্পনা, অনলাইন আবেদন থেকে পুজোর সব জোগাড় মহিলারা নিজেরাই করছেন। বাড়ির পুরুষ সদস্যরা মণ্ডপ তৈরির কাজে হাত লাগিয়েছেন। গ্ৰামজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আশাকাঁথি সর্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির পুজো গত বছর থেকে শুরু হয়। প্রথম বছরে লক্ষ্মীর ভাণ্ডারের থিম সকলের নজর কেড়েছিল। এবার তারা বন্দে ভারত‌ ট্রেনকে থিম করেছে। গ্ৰামের ভিতরেই বন্দে ভারত ট্রেন সহ আস্ত স্টেশন গড়ে তোলা হচ্ছে। টিকিট কাউন্টার, খাবারের স্টল, চা বিক্রেতা ও যাত্রীদের মডেল থাকবে। সেইসঙ্গে ব্রিটিশ আমেলের ট্রেনের একটি ছোট মডেলও তৈরি করা হচ্ছে। গত একমাস মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে। চতুর্থীর আগেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মণ্ডপে সাবেকি দুর্গা প্রতিমা থাকবে। 
জানা গিয়েছে, গ্ৰামে আগে কোনও দুর্গাপুজো হতো না। গ্ৰামবাসীদের শিলদা, এড়গোদা, জয়পুরে গিয়ে পুজো দেখতে যেতে হতো। বয়স্করা পুজো দেখা থেকে বঞ্চিত হতেন। গ্ৰামের মহিলাদের উদ্যোগে গত বছর থেকে সেই আক্ষেপ মিটেছে। মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজোয় আশাকাঁথি পল্লি কল্যাণ ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পুজো কমিটির সভাপতি শোভারানি চন্দ্র বলেন, গ্ৰামে কোনও পুজো না হওয়ায় খুব খারাপ লাগত। গ্ৰাম থেকে পাঁচ-সাত কিমি দূরে গিয়ে পুজো দেখতে যেতে হতো। বাসিন্দাদের ছোট করেও পুজো করার সামর্থ্য ছিল না। পুরুষদের বড় অংশ বাইরে কাজ করে। বাকিরা গ্ৰামেই চাষবাস করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রতি মাসে টাকা পাওয়ার পর আমাদের আত্মবিশ্বাস বাড়ে। গ্ৰামের মহিলারা সিদ্ধান্ত নিই লক্ষ্মীর ভাণ্ডারের একমাসের টাকা দিয়ে পুজো করার। প্রথম বছরে লক্ষ্মীর ভাণ্ডার পুজোর থিম ছিল। এবার পুজোর থিম বন্দে ভারত ট্রেন। 
পুজো কমিটির সম্পাদক শোভারানি শবর বলেন, সংসার সামলে গ্ৰামের মেয়েরা এই পুজোর দায়িত্ব সামলাচ্ছে। পুজোর অনলাইন আবেদন, মণ্ডপ তৈরির দেখভাল থেকে পুজোর সব জোগাড় আমরাই করছি। গ্ৰামের ১১২ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা দিয়েছে। পুজোর বাজেট ২ লক্ষ ১৬ হাজার টাকা। গ্ৰামবাসীদের পুজো না হওয়ার আক্ষেপ আর নেই।
পুজো কমিটির অপর এক সদস্য রেণুকা কুণ্ডু বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা পাই তার সবটাই ছেলের টিউশনির খরচে ব্যয় করি। গ্ৰামে দুর্গাপুজো করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া এক মাসের টাকা দিয়েছি। গ্ৰামেই পুজোর দিনগুলিতে ছেলেমেয়েরা আনন্দ করতে পারবে। এটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দের। আশাকাঁথি পল্লি কল্যাণ ক্লাবের সভাপতি চন্দন কুণ্ডু বলেন, গ্ৰামের মহিলাদের উদ্যোগেই এই পুজো হচ্ছে। ক্লাবের সদস্যরা পাশে থাকলেও মহিলারাই সবকিছুর দায়িত্ব সামলাচ্ছে। মহিলাদের এই প্রচেষ্টা দেখে কাশীনাথ খেরওয়াল প্রতিমা তৈরির খরচ দিয়েছেন। মণ্ডপ তৈরিতে গ্ৰামের পুরুষরা হাত লাগিয়েছেন। ক্লাবের সদস্য প্রণব নন্দী বলেন, আমাদের ঘরের মেয়েরা প্রমাণ করে দিয়েছে নিজ উদ্যোগে তারাও পুজো করতে পারে। শিল্পী নন্দন ঘর বলেন, পুজোয় থিমের ভাবনা সম্পূর্ণভাবেই গ্ৰামের মহিলাদের। আমি সেই কাজের রূপ দিচ্ছি মাত্র। এমন একটি পুজোর সঙ্গে শামিল আছি ভেবে গর্বিত বোধ করছি।-নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা