মুখোশে সেজে উঠছে আসানসোলের কল্যাণপুর আদি দুর্গাপুজোর মণ্ডপ

সুমন তেওয়ারি, আসানসোল: মানুষ কি মনের সব ইচ্ছা প্রকাশ করতে পারে? বহু ইচ্ছাই অন্তরালে থেকে যায়। কেউ হয়তো দুঃখী, কিন্তু হাসিমুখেই দিন কাটান। কেউ আবার প্রতিবাদী, কিন্তু রাষ্ট্রশক্তির ভয়ে মুখে এঁটেছেন কুলুপ। অনেকে আবার রয়েছেন ভেকধারী। তাঁদের মুখ আর মুখোশ আলাদা। তাঁরাই সমাজে সবচেয়ে ভয়ঙ্কর। কখনও মানুষের ভেক বদলকে জোকারের সঙ্গে তুলনা করে অসহায়তা বোঝানো হয়েছে। কোথাও আবার মানুষের এই ভোল বদলকে গিরগিটির সঙ্গে তুলনা করা হয়েছে। ৫০০টি নানা ধরনের মুখোশের মাধ্যমে অভিনব থিম ভাবনা ফুটে উঠছে আসানসোলের কল্যাণপুর আদি পুজোয়। থিমের নাম ‘অন্তরালে’। মানুষের এই ভেক বদলে মাও যেন কিছুটা অবাক। তাই মায়ের মূর্তিতেও ভোল বদল হয়েছে। সেখানে মহিষাসুর বধের উচ্ছ্বাস বা তেজ নেই। মায়ের মৃদু হাসি বুঝিয়ে দিচ্ছে, তিনি অন্তর্যামী।
পুজো কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বলেন, এবার আমাদের পুজো ৪৪তম বর্ষে পড়ল। কলকাতার শিল্পী শঙ্কর পাল আমাদের মণ্ডপের থিম সাজিয়ে তুলছেন। প্রতিবারই আমরা থিমের মাধ্যমে একটি বার্তা দেওয়ার চেষ্টা করি। এবারও তা করা হয়েছে। আমাদের একটিই আবেদন, বিজ্ঞাপনে যেন মুখ ঢেকে না যায়।
কল্যাণপুরে আদি দুর্গাপুজোর মণ্ডপের সামনেই বিশাল মেলা বসবে। তার প্রস্তুতি চলছে। পুজো উপলক্ষ্যে গোটা এলাকা আলোয় সেজে উঠেছে। মণ্ডপ প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের কাজ। বুধবার ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীর দিন মণ্ডপ দশনার্থীদের জন্য খুলে যাবে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক তাপস সেনগুপ্ত। 
মণ্ডপে ঢোকার মুখে কয়েকটি মুখোশ টাঙানো। সেখানে আলোর অপরূপ কাজ রয়েছে। এরপরই নজরে আসবে এক জোকার। অত্যন্ত বার্তাবহ এই জোকারের উপস্থিতি। পুজো উদ্যোক্তা অনুপ ঘোষাল বলেন, জোকার কী তাঁর প্রকৃত মনের ভাব তুলে ধরতে পারে? তা পারে না। তার একটাই কাজ মনোরঞ্জন করা। সমাজের একটা বড় অংশ সেই কাজই করছে। কিছুটা ভিতরে গেলেই দেখা যাবে, নানা বিজ্ঞাপন, তার সামনে মুখোশ। এখানে বোঝানো হচ্ছে, প্রকৃত সত্য আড়াল করে বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 
মা দুর্গার সামনে মণ্ডপের মূল অংশের উপরে রয়েছে এক বিশাল গিরগিটি, যা এই থিমকে আরও আকর্ষিত করে তুলেছে। উদ্যোক্তারা মণ্ডপকে দর্পণের আদলে দেখাতে চাইছেন। -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা