শক্তির আরাধনায় বিপ্লবীরা শুরু করলেন পুজো, অন্তর্ধানের আগে এলেন নেতাজি

নিজস্ব প্রতিনিধি: হাওড়া: গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের আঁচ আছড়ে পড়েছে বাংলায়। স্বাধীনতা সংগ্রামের সেই অশান্ত সময় বিপ্লবীদের হাতে মধ্য হাওড়ায় গড়ে উঠছে হাওড়া সেবা সঙ্ঘ। নেতাজি অন্তর্ধান হওয়ার আগে পা রেখেছিলেন সঙ্ঘে। সেখানেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি কামনায় দুর্গাপুজোর সূচনা করলেন হাওড়া সঙ্ঘের কর্তারা। এরপর দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৯৫ বছর। এখনও থিমের কোনও জাঁকজমক ব্যতিরেকে ঐতিহ্য মেনে হয় পুজো। আরাধনার নিয়মবিধিই মুখ্য এখানে।
১৯২৩ সালে বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষ এবং তাঁর এক অনুজ শিক্ষাদান, সংগঠন এবং একতার আদর্শকে সামনে রেখে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডে প্রতিষ্ঠা করেছিলেন সেবা সঙ্ঘ। দেশ উদ্ধারের কারিগরদের জন্য শক্তি আরাধনার প্রয়োজনীয়তা রয়েছে, এমনটাই উপলব্ধি করে ক্লাবকর্তারা ১৯২৭ সালে দুর্গাপুজোর সূচনা করেন। জানা গিয়েছে, ১৫ টাকা ব্যয়ে প্রথম তৈরি হয়েছিল এই ক্লাবের দুর্গা প্রতিমা। সঙ্ঘের মাঠে ১৯৩৮ সালে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতা সংগ্রামীদের ঘাঁটি সেবা সঙ্ঘকে নিষিদ্ধ ঘোষণা করে ১৯৪২ সাল থেকে ১৯৪৪ সাল পর্যন্ত পুজো বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। তবুও পরাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে এই ক্লাবের পুজোয় ক্ষুদিরামের ফাঁসি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্টনের মত ঘটনা পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলার সাহস দেখিয়েছিলেন কর্মকর্তারা। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য বহন করা শতবর্ষপ্রাচীন এই ক্লাবের পুজোয় আজও আধুনিক থিম ভাবনার প্রবেশ নিষিদ্ধ। ক্লাব কর্তাদের কাছে জানা গিয়েছে, পুরনো নিয়ম মেনে এখনও মহাষ্টমীর দিন ‘বীরাষ্টমী ব্রত’ পালনের উৎসব প্রচলিত রয়েছে। লাঠি খেলা থেকে জিমন্যাস্টিক, যোগব্যায়াম আজও হাওড়া সেবা সঙ্ঘের পুজোর অঙ্গ। এখানে দুর্গা একচালায় থাকেন। শোলার সাজ। সাড়ে ২৩ ফুট উচ্চতা ও প্রায় ২০০০ কেজি ওজনের প্রতিমা বিসর্জনেও রয়েছে বিশেষ কায়দা। প্রতিমা বহনকারী শ্রমিকদের দিয়ে নয়, বিশেষ পদ্ধতিতে তৈরি দড়ির সাহায্যে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত প্রতিমা নিয়ে যান ক্লাব কর্তারাই। একসময় বিরাট আকারের প্রতিমা শোভাযাত্রার আগে সাজানো শুরু হলে ঘাট পর্যন্ত সমস্ত ল্যাম্পপোস্টের আলো নিভিয়ে দেওয়া হতো। গুটিয়ে নেওয়া হতো টেলিফোন আর ট্রামের লাইন। সঙ্ঘের কর্ণধার সঞ্জিত মণ্ডল, সুব্রত হালদার, স্বরূপ দে বলেন, ‘পুজোর মাধ্যমে মানবসেবাই আমাদের মূল ধর্ম। এর অর্থই তো উৎসব।’
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা