কুলপি: মণ্ডপ সাজছে আকাশবাণী ভবন থেকে রেডিওর বিবর্তন ঘিরে

সংবাদদাতা, কাকদ্বীপ: আকাশবাণী ভবনে তুলে ধরা হবে রেডিওর ইতিহাস। মণ্ডপের বাইরে ও ভিতরে থাকবে রেডিওর সৃষ্টি কাল থেকে বর্তমান পরিস্থিতির বিবর্তনের রূপ। এবছর কুলপি থানা অধিবাসীবৃন্দের থিম সেদিনের আকাশবাণী। সংঘের পুজো কমিটির সম্পাদক সৌরভ সাহা বলেন, জীবন থেকে রেডিও যেন ক্রমে হারিয়ে যাচ্ছে। মণ্ডপের ভিতরে-বাইরে মডেলের মাধ্যমে বিবর্তনের সেই ইতিহাস তুলে ধরা হবে। প্রথম আবিষ্কৃত রেডিওর নানারকম পরিবর্তন ঘটেছে পরবর্তীকালে। এখন তো সবাই স্মার্টফোনেই রেডিও শোনে। সেসবই দেখা যাবে এই মণ্ডপে। প্রতিমা হবে মহিষাসুরমর্দিনী। এবছর এই পুজোর ৭৬ বছর।  
কুলপির চকদুলালপুর অরুণোদয় সংঘের পুজোর ১৯তম বর্ষ এবার। মেদিনীপুরের মহিষাদলের রাজবাড়ির স্থাপত্য ও ভাস্কর্য তুলে ধরা হবে এখানকার মণ্ডপের। এই পুজোর থিম ‘সৃষ্টি সুখের উল্লাসে, প্রকৃতির ধ্বংসলীলা’। এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক বনকুমার হালদার বলেন, মণ্ডপে যেমন রাজবাড়ি স্থাপত্য ও ভাস্কর্যকে তুলে ধরা হবে, ঠিক তেমনি তুলে ধরা হবে প্রকৃতির ধ্বংসের রূপগুলিকেও। মাটি, পানীয় জল ও বায়ু দূষণের মতো বিষয়গুলিকে মণ্ডপের সামনে বিভিন্নভাবে তুলে ধরা হবে। সাধারণ মানুষকে বার্তা দেওয়া হবে, বিভিন্ন কারণে ক্রমশ হারিয়ে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য। এই মণ্ডপেও প্রতিমা উপস্থাপিত হবে মহিষাসুরমর্দিনী রূপে।
কুলপির নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশনের থিম ‘খেজুরগাছে হাড়ি বাঁধো মন’। সংস্থার সম্পাদক বসন্ত প্রামাণিক বলেন, খেজুরগাছ ক্রমে কমছে। তাই এবছর খেজুর গাছের ডালপালা, মূল, কাণ্ড, পাতাসহ বিভিন্ন অংশ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে খেজুরগাছের বিভিন্ন অংশ দিয়ে প্রতিমাও তৈরি করা হচ্ছে। নবমীর দিন কুমারীপুজোর আয়োজন করা হয়। সপ্তমীতে মণ্ডপে স্থানীয় কিছু গুণীজনকে অনন্য সম্মান জানানো হবে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা