স্বর্গের অনুভূতি থেকে পরিবেশ রক্ষার বার্তা মিলবে বাগনানের পুজো মণ্ডপে

সংবাদদাতা, উলুবেড়িয়া: মৃত্যুর পর মানুষের স্বর্গলাভ হয়। সেই স্বর্গ কেমন, কেউ জানে না। তবে স্বর্গের অনুভূতি হয়তো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আমরা কেউই তা খুঁজে দেখি না। বাগনান জাতীয় সঙ্ঘের দুর্গোৎসব এবার ৫২ তম বর্ষে পা দিল। ‘স্বর্গ তব বোধে’— এই থিমকে সামনে রেখেই দর্শনার্থীদের বার্তা দিতে প্রস্তুত তারা।
পুজো কমিটির সম্পাদক সোমদেব দত্ত বলেন, একটি স্বর্গীয় পরিমণ্ডলের মধ্যে আমরা সকলে থাকতে চাই। সেই পরিমণ্ডল ঈশ্বরের সাজানো সৃষ্টির মধ্যেই আসলে লুকিয়ে আছে। স্বর্গীয় অনুভূতির নানা সামগ্রী আমাদের চারপাশেই হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কিন্তু আমরা গোলক ধাঁধার মতো ঘুরলেও সেসব দেখতে পাই না। আবার অনেকের ধারণা আছে, মৃত্যুর পরেই মেলে স্বর্গের অনুভূতি। এই ধারণা থেকেই আমরা জীবনের মূল্যবান দিনগুলিকে উপেক্ষা করে যাচ্ছি। আসলে আমাদের প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই স্বর্গীয় অনুভূতি লুকিয়ে আছে। যা হল বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। সেটাকেই আমরা মণ্ডপে তুলে ধরছি। ৪৯ তম বর্ষে পদার্পণ করা বাগনানের খালোড় যুব সঙ্ঘ এবার তাদের মণ্ডপে পরিবেশ দূষণ নিয়ে মানুষকে বার্তা দিচ্ছে। পুজো কমিটির সম্পাদিকা মৌসুমি সেন বলেন, বিশ্ব উষ্ণায়নের জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সে ব্যাপারে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। উষ্ণায়নের জেরে বিভিন্ন জায়গায় হিমবাহ গলতে শুরু করেছে, আবহাওয়ার তারতম্য ঘটছে। নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাটের পাশাপাশি বিভিন্নভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দূষণ ছড়াচ্ছে বিভিন্নভাবে। এ ব্যাপারে মানুষকে সচেতন করতেই এবারের পুজোয় আমাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন মৌসুমিদেবী। বাগনানের বাঁটুল ক্লাবের পুজো এবার ৮০তম বর্ষে পদার্পণ করতে চলেছে। পুজো কমিটির সম্পাদক শুভদীপ ঘোষ বলেন, স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। তবে শুধু মণ্ডপসজ্জা নয়, প্রতিমাতেও চমক থাকছে বলে জানিয়েছেন তিনি। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা