পুজো ২০২৪

সচেতনতার লক্ষ্যে দুবরাজপুর ডিএসএর এবার থিম ‘শৈশব’

সংবাদদাতা, সিউড়ি: ডিজিটাল যুগে মোবাইলের প্রতি শিশুদের আসক্তি কেড়ে নিচ্ছে শৈশব। মাঠে ময়দানে খেলাধুলার বদলে ছোটদের হাতে এখন এন্ড্রয়েড ফোন। পড়ে থাকে ব্যাট, বল। তাই শিশু ও কর্মব্যস্ত মানুষকে সচেতন করার লক্ষ্যে দুবরাজপুর ডিএসএ ক্লাবের এবারের থিম ‘শৈশব’। ১৫তম বর্ষে তাদের পুজোর বাজেট প্রায় ১৪লক্ষ টাকা। 
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, পুজো মণ্ডপে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের যে ক্ষতিকারক দিক শিশুদের শৈশব কেড়ে নিচ্ছে তা বিভিন্ন মাটির পুতুলের মাধ্যমে তুলে ধরা হবে। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে মাটি, খড়, কাগজ, বাঁশ, গাছের ডাল। পাশাপাশি কর্মব্যস্ত মানুষকে আরও একবার শৈশবে ফিরিয়ে দিতে সাজানো হচ্ছে পুজো মণ্ডপ। ভিতরে থাকবে মাটির প্রতিমা। গ্রামীণ মহিলারা যেভাবে নিজের সন্তানকে কোলে করে মণ্ডপ ঘুরে দেখান সেই দৃশ্যকে দুর্গা প্রতিমার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ ডিজিটাল যুগে যন্ত্রাংশবিহীন শৈশব যে কতটা গুরুত্বপূর্ণ তা ফুটিয়ে তোলার জন্যই এবার তাদের এই থিম ভাবনা। পুজোর সময় ছয় দিন পুজো মণ্ডপে আয়োজিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হবে।
পুজো কমিটির সভাপতি নয়ন ওঝা এবং সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় বলেন, আমরা প্রতিবছরই পুজো মণ্ডপে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরে মানুষকে সচেতন করার চেষ্টা করি। সেই লক্ষ্যেই এবছর আমাদের পুজোর থিম ‘শৈশব’। মোবাইলের অপব্যবহারে কীভাবে শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলছে সেই চিত্রকেই পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর ক’টা দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা