কলকাতা

এবার পাঁচ টাকায় ডিম-ভাত মিলবে হাওড়া জেলা হাসপাতাল ও বেলুড় স্টেট জেনারেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র পাঁচ টাকায় ডিম-ভাত। এই সুবিধা এবার মিলতে চলেছে হাওড়া জেলার দুই হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতাল এবং বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল। এই দুই জায়গায় এবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে চালু হবে মা ক্যান্টিন। 
প্রায় চার বছর আগে (২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি) এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সাধ্যের মধ্যে রান্না করা গরম খাবার খাওয়াতে জায়গায় জায়গায় চালু করেছিলেন মা ক্যান্টিন। যেখানে প্রত্যেকদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরিবেশন করা হয় পেট ভরা মধ্যাহ্নভোজ। এখন রাজ্যজুড়ে মা ক্যান্টিনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩০-এ। এর মধ্যে কলকাতা মেডিক্যাল, এনআরএস, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, আর জি কর, এসএসকেএম সহ মোট ৩২টি হাসপাতালেও চালু হয়েছে এই পরিষেবা। আম জনতার পাশাপাশি রোগীর আত্মীয়দের অগ্রাধিকার সহকারে পাঁচ টাকায় ডিম ভাত পরিবেশন করা হয় সেখানে। রাজ্যের ৩৩০টি মা ক্যান্টিন থেকে এক মাসে ১৯ লক্ষ প্লেট ডিম-ভাত পরিবেশন করে রাজ্য। মূলত, স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়েই এই প্রকল্প চালানো হচ্ছে। সমগ্র প্রকল্পের জন্য বছরে প্রায় ১১৫ কোটি টাকা নিজস্ব কোষাগার থেকে খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 
দপ্তর সূত্রে খবর, এই প্রকল্পের নেপথ্যে রয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডা। তাদের প্রতিনিধির সঙ্গে ইতিমধ্যে হাওড়ার এই দুই হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়ে গিয়েছে। প্রথমে মা ক্যান্টিন খুলবে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সব ঠিক থাকলে জানুয়ারি মাসেই এখানে ক্যান্টিন চালু হয়ে যাবে বলে প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন। হাওড়া জেলা হাসপাতালেও দ্রুততার সঙ্গে ক্যান্টিন চালুর জন্য তোড়জোড় শুরু হয়েছে। হাওড়া জেলা হাসপতালকে ঘিরে রয়েছে হাওড়া কোর্ট, জেলা পরিষদের অফিস, জেলাশাসকের অফিস সহ একাধিক প্রশাসনিক ভবন। প্রতিদিন ওই চত্বরে কয়েক হাজার মানুষের আনাগোনা চলে। তাঁদের জন্যও রাজ্যের এই পদক্ষেপ ইতিবাচক হতে চলেছে বলে মনে করছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা।  প্রতীকী ছবি
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা