কলকাতা

বিয়ের ১০ দিন আগেই চুঁচুড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার ধরমপুরে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গুঞ্জন ছড়িয়েছে। মিষ্টি ব্যবসায়ী ওই যুবককে তাঁর দোকানের সামনে বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিস জানিয়েছে, ধরমপুরের বাসিন্দা ওই যুবকের নাম প্রদীপ সন্ন্যাসী (৩৫)। আগামী ১৭ নভেম্বর চুঁচুড়ার একটি অনাথ আশ্রমের আবাসিক এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে নিয়ে ওই যুবকের পরিবারে ব্যস্ততা ছিল তুঙ্গে। 
বুধবার রাতে তিনি চন্দননগরে বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলেন। আর বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মৃত যুবকের পরিবার এই ঘটনায় হতবাক। এদিন তাঁরা সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি। তবে পরিবারের ঘনিষ্ঠদের দাবি, বিয়ে নিয়ে তিনি উৎসাহিত ছিলেন। বুধবার রাতে প্রদীপবাবুর সঙ্গে তাঁর বন্ধু বিশ্বজিৎ পাল চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। 
তিনি বলেন, বুধবার রাতে একবারও টের পাইনি ও অবসাদে ভুগছে। রাত আড়াইটে নাগাদ আমরা ধরমপুরে ফিরে আসি। প্রদীপের দোকান আর বাড়ি কাছাকাছি। রাতে ও বাড়ি না গিয়ে দোকানেই শুয়ে পড়বে বলে জানায়। আমরাও তাতে আপত্তি করিনি। কিন্তু সকালে সব শুনে চমকে যাই। ভাবতেই 
পারছি না।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা