কলকাতা

ঘূর্ণিঝড় ডানা: ভারী বৃষ্টিতে জল জমল কলকাতার একাধিক এলাকায়, তৎপর পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ডানার দাপটে ব্যাপক বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। যদিও মহানগরীতে ভারী বৃষ্টি হবে বলেই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের। জারি করা হয়েছিল কমল সতর্কতাও। তাই সেই মতোই প্রস্তুতি নিয়েছিল কলকাতা পুরসভাও। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এদিন সকাল ৯টার পর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা পুরসভার দাবি, সকাল ১০টা পর্যন্ত পাম্প দিয়ে জল বের করা যাচ্ছিল। লকগেট খোলা রয়েছে। তবে তখনও শহরের অনেক রাস্তাতেই জল জমে ছিল না। কিন্তু তারপরে আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। টানা ভারী বৃষ্টি হওয়ায় জল জমছে শহরের বিভিন্ন প্রান্তে। কলকাতা পুরসভা সূত্রে খবর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পাম্পিং স্টেশন জোনে। দুপুর বারোটা পর্যন্ত ১৪১ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। তারপরেই রয়েছে কামদহরি (১২০ মিমি), বালিগঞ্জ পাম্পিং স্টেশন অঞ্চলে ১১৯ মিমি, ট্যাংরা, ডায়মন্ড হারবার ও তারাতলা এলাকায় ১০৩ মিমি করে বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিমি। ডানার প্রভাবে বৃষ্টি বেশি হয়েছে বালিগঞ্জ, চেতলা, মোমিনপুর এলাকাতেও। উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলেই জানা যাচ্ছে পুরসভা সূত্রে। বালিগঞ্জ, যাদবপুর ৮বি, যাদবপুর থানা, বালিগঞ্জ ফাঁড়ি, বেকবাগান, হাজরা, মোমিনপুর, খিদিরপুর, আলিপুর বডিগার্ড লাইন, প্রিন্স আনোয়ার শাহ, রাসবিহারী সহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ শহরের অন্যান্য অঞ্চলের চেয়ে সর্বাধিক। এমনটাই জানাচ্ছে কলকাতা পুরসভা। কেশব চন্দ্র সেন স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া কালিবাড়ি, এক্সাইড মোড়, মুক্তারামবাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট, চাঁদনী মেট্রোর সামনে জল থৈ থৈ অবস্থা। টালিগঞ্জ ট্রাম ডিপো, গার্ডেনরিচ, হরিশ মুখার্জী রোড, হেস্টিংস, ইলিয়ট রোডেও জল জমে রয়েছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুরসভা।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা