কলকাতা

ভাঙড়ে খুন: নেপথ্যে পরিচিত কেউ, অনুমান তদন্তকারীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আততায়ী পরিচিত কেউ। ভাঙড়ের শাঁকশহর বাজারে চা দোকানিকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রাথমিক তদন্তে পুলিসের ধারণা, চেনা কেউ খুন করেছে তাঁকে। এ ব্যাপারে একমত কলকাতা পুলিসের গোয়েন্দারাও। সেকারণেই মাঝরাতে জব্বর মোল্লা সেই আততায়ীকে দোকানে ঢুকতে দিয়েছিলেন। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কলকাতা পুলিস। সন্দেহভাজন কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও মূল অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি।
বছর বাষট্টির নিরীহ চা দোকানিকে কেন খুন করা হল? তার তথ্যতালাশ করতে গিয়ে এখনও ধন্দে কলকাতা পুলিসের গোয়েন্দারা। বিশেষ করে, যেভাবে ধারালো অস্ত্র দিয়ে জব্বরের গলার নলি কাটা হয়েছে এবং তাঁর পুরুষাঙ্গে এলোপাথারি কোপ মারা হয়েছে, তাতে বিস্মিত গোয়েন্দারা। জব্বরের উপর এত আক্রোশ কিসের? তাই এই খুনের তদন্তে নেমে জব্বরের স্বভাব চরিত্র, ব্যক্তিজীবন, সম্পত্তি ও পারিবারিক বিবাদের ইতিহাস ঘেঁটে দেখছেন তদন্তকারীরা। তবে তদন্তের স্বার্থে তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তাঁরা।
রাজনৈতিক হিংসা আর খুনোখুনির জন্য মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে ভাঙড়। তার উপর এক নিরীহ চা দোকানি নৃশংস খুন হওয়ায় কার্যত চাপে পড়েছে কলকাতা পুলিস। ভাঙড়ের আর পাঁচটা খুনের ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের পার্থক্য রয়েছে। পুলিস সূত্রের দাবি, আর যাই হোক এই খুনের পিছনে কোনও রাজনৈতিক রং নেই। সেদিক থেকে ভাঙড় অধিগ্রহণের পর আক্ষরিক অর্থেই লালবাজারের গোয়েন্দাদের কাছে এই খুনের কিনারা বড় চ্যালেঞ্জ। তবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ না মেলায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে লালবাজারকে।
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা