কলকাতা

আতঙ্কে ঘুম উড়েছে মাঝিদের, গাদিয়াড়ার শিবপুর

সংবাদদাতা, উলুবেড়িয়া: উম-পুন, যশ, রেমালের পর এবার ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে এখন দিশাহারা হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়ার নদী পাড়ের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব কতটা হতে পারে, তা এখনও স্পষ্ট নয় বাসিন্দাদের কাছে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাতের ঘুম উড়েছে তাঁদের। এর মধ্যেই আতঙ্কে ভুগছেন গাদিয়াড়ার শিবপুর এলাকার মাঝি ও মৎস্যজীবীরা। বুধবার দুপুরে নদীর পাড়ে নৌকা বেঁধে বাড়ি চলে এলেও মাঝে মধ্যেই তাঁরা ছুটে যাচ্ছেন নদীর পারে। তাঁদের কথায়, যেভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা বলা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের নৌকার ক্ষতি হবে। এদিন দুপুরে কথা হচ্ছিল শিবপুরের বাসিন্দা নরেন্দ্রনাথ সামন্তর সঙ্গে। তিনি নৌকায় করে মাটি, বাঁশ, ছোটখাট মালপত্র নিয়ে যান নদীপথে। তাঁর কথায়, উম-পুনের সময় ঘাটে বেঁধে রাখা ছ’টি নৌকা ডুবে গিয়েছিল। ডুবেছিল তাঁর নিজের নৌকাও। অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। নরেন্দ্রনাথ বলেন, ধার দেনা করে নতুন নৌকা তৈরি করেছি। খবরে শুনেছি, যেভাবে ঘূর্ণিঝড় আসছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এমনিতেই এখন সেভাবে কাজ নেই, তার উপরে যদি নৌকার বড়সড় ক্ষতি হয়, তখন সারাব কী করে? এই চিন্তায় ঘুম উড়েছে তাঁর। ঝড়ে ক্ষয়ক্ষতি হলে সরকারকেই পাশে এসে দাঁড়াতে হবে। মাঝিমাল্লাদের সংগঠন পশ্চিমবঙ্গ নৌকাজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, আমরা সব মাঝিকে সতর্ক করে দিয়েছি। ঝড়ে নৌকার ক্ষতি হলে আর্থিক ক্ষতিপূরণ না পাওয়ায় চরম সমস্যার মুখে পড়েন তাঁরা। সেকারণে আমরা নৌকার মালিকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। -নিজস্ব চিত্র
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা