কলকাতা

আজও পূর্ণিমা থাকায় লক্ষ্মীপুজোর বাজার জমজমাট, খুশি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পূর্ণিমা থাকায় আজ বহু জায়গায় মা লক্ষ্মীর আরাধনা হবে। কার্যত দু’দিন পুজোর আবহ থাকায় খুশি ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ভালোই ব্যবসা হয়েছে এবার। আজ, বেলা পর্যন্ত লোকজন পুজোর কেনাকাটা করবেন বলে আশা তাঁদের।
এদিন দমদম, পাইকপাড়া, চুনীবাবুর বাজার, শ্যামবাজার, শোভাবাজার, মানিকতলা, বাগবাজার প্রভৃতি জায়গা ঘুরে দেখা গেল, ফল, ফুল, সব্জি, দশকর্মার দোকানে উপচে পড়েছে ভিড়। তবে দামের কারণে অনেকেই রাশ টেনেছেন কেনাকাটায়। পুজোর উপাচারের জন্য হয়তো কিনেছেন, তবে তা অল্প পরিমাণে। এদিন কুমোরটুলিতেও ভিড় ছিল ভালো। মৃৎশিল্পীদের বক্তব্য, আমাদের কাছে হাতেগোনা যে কয়েকটি লক্ষ্মী প্রতিমা আছে, আশা করছি বৃহস্পতিবার সকালের মধ্যে তা বিক্রি হয়ে যাবে। এদিন বাগবাজারের ফল ব্যবসায়ী তপন দাস বলেন, এবার লক্ষ্মীপুজোর বাজার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বিভিন্ন ফলের দাম চড়া হলেও বিক্রিবাট্টা খুব একটা খারাপ হয়নি। ফলে পাইকারি বাজার থেকে দু’দফায় ফল আনতে হয়েছে। শ্যামবাজারের ফুল ব্যবসায়ী সুমন কর্মকার বলেন, পূর্ণিমার কারণে বাজার ভালো পাওয়া যাবে, সেই আশায় জগন্নাথ ঘাট থেকে বেশি করে ফুল কিনে এনেছিলাম। পদ্মের বিক্রি ভালোই হয়েছে। ওই ফুল ব্যবসায়ী রসিকতা করে বলেন, আমরা চাই, প্রতিবারই কোজাগরী পূর্ণিমা দু’দিন ধরে হোক। তাহলে আমাদের লক্ষ্মীলাভ হবে। দমদম রোডের দশকর্মা ব্যবসায়ী কমল গুঁই বলেন, দু’দিন পূর্ণিমা পড়ায় বাজার জমে গিয়েছে। খদ্দেরদের পুজোর উপকরণ দেওয়ার ফাঁকে কমলবাবু বলেন, বহুদিন বাদে এমন মাহেন্দ্রক্ষণ আমরা দেখতে পেলাম। দু’দিন ধরে আমরা ব্যবসা পেলাম। সামনে কালীপুজো। আমরা আশা করছি, এই মরশুমে বাজার ভালোই যাবে। মানিকতলা ও শোভাবাজারের দুই সব্জি ব্যবসায়ী সুজন হালদার ও দীপন সাহা বলেন, দুর্গাপুজোর আগে থেকেই সব্জির দাম চড়া। তবে দাম বেশি থাকলেও মানুষ তাঁর সা঩ধ্যের মধ্যে সব্জি কিনে নিয়ে যাচ্ছেন।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা