কলকাতা

কাজ শেষ, কালীপুজোর আগেই চালু কালীঘাটের স্কাইওয়াক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ প্রায় সম্পূর্ণ। এখন চলছে ‘ফিনিশিং টাচ’ দেওয়ার পালা। কালীপুজোর আগেই চালু হয়ে যাবে কালীঘাট স্কাইওয়াক। সূত্রের খবর, আগামী ২৮ অক্টোবর এটির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই টুকটাক যেসব কাজ বাকি আছে, তা ২৬ অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। বুধবার নির্মীয়মাণ স্কাইওয়াক পরিদর্শনে যান পুর কমিশনার সহ অন্যান্য পদস্থ আধিকারিক। 
বছর তিনেক আগে শুরু হয়েছিল কালীতীর্থে স্কাইওয়াকের নির্মাণকাজ।  ইতিমধ্যে প্রবেশ ও প্রস্থানের পাঁচটি গেটে বসানো হয়েছে বিশেষ চূড়া বা ডোম। লাগানো হয়েছে চলমান সিঁড়ি ও লিফ্ট। আধুনিক পলিকার্বনেট শিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে ৪৫০ মিটার দীর্ঘ স্কাইওয়াকের লোহার মূল কাঠামো। এক পুরকর্তা বলেন, ‘এস পি মুখার্জি রোড, ফায়ার ব্রিগেড (মহিম হালদার স্ট্রিট), গুরুপদ হালদার পাড়া রোড, সদানন্দ রোড এবং কালী টেম্পল রোড—এই পাঁচটি জায়গা দিয়ে স্কাইওয়াকে ঢোকা ও বেরনো যাবে। প্রত্যেকটি গেটের মাথায় চূড়া বসেছে মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল স্কাইওয়াকের কাজ। বলা হয়েছিল, ১৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। তারপর তিন থেকে চারবার পিছিয়েছে কাজ শেষের সময়সীমা। কাজে গতি আনতে গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্তদপ্তর ও পুরসভার প্রায় ১০ জন আধিকারিককে নিয়ে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সেই কমিটি নিয়মিত স্কাইওয়াকের কাজ তদারকি করে। আগস্টের মধ্যেই কাজ শেষ করে দুর্গাপুজোর আগে স্কাইওয়াক খুলে দেওয়ার একটা চেষ্টাও হয়েছিল। কিন্তু তা করা যায়নি। তবে এবার উদ্বোধনের দিন চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার বলেন, ‘কাজ প্রায় শেষ। যে কোনও দিন উদ্বোধন হতে পারে।’ পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, ঘিঞ্জি ও জনবহুল এলাকায় স্কাইওয়াক তৈরি করতে গিয়ে প্রথম থেকেই নানা জটিলতার মধ্যে পড়তে হয়েছে। হকার ও ব্যবসায়ীদের অন্যত্র সরাতে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনকে। ভূগর্ভস্থ একাধিক পাইপলাইন সরাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাছাড়া, নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কাজে গড়িমসির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে প্রকল্পের খরচ বেড়ে গিয়েছে। ৭৭ কোটি টাকা বাজেট ধরা থাকলেও বাস্তবে খরচ ৯০ কোটি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা