কলকাতা

বেসরকারি হাসপাতালে সব টাকা শেষ! মায়ের জন্য এসএসকেএমে বেড না পেয়ে দিশাহারা কৃষক সন্তান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ এসেছেন ফলতা থেকে। কেউ ডায়মন্ডহারবার। এমনকী বিহার থেকেও এসএসকেএম হাসপাতালে এসেছেন রোগী দেখাতে। এঁদের অনেকেই এতদিন বেসরকারি হাসপাতালে চিকিত্সা করাচ্ছিলেন। সেখানেই ফুরিয়েছে টাকাপয়সা। অগত্যা রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন বলে ছুটে এসেছেন তাঁরা। কিন্তু এখানে এসেও রোগী ভর্তি করাতে পারছেন না তাঁরা। এদিন জরুরি বিভাগের আশপাশে এরকম বহু উদ্বিগ্ন মুখের আনাগোনা দেখা গেল। স্ট্রেচারে শুয়ে আছেন রোগী। তাঁর পাশে দাঁড়িয়ে শুধু ফোন ঘুরিয়ে চলেছেন আত্মীয়রা। একটাই আর্তি, একটা বেড কি মিলবে! 
মায়ের কিডনির সমস্যা। বুধবার তাই মাকে নিয়ে পিজি হাসপাতালে এসেছিলেন তনয় মণ্ডল। জরুরি বিভাগের সামনে মাকে ট্রলিতে শুইয়ে রেখে দিশাহারা হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি বলছিলেন, ‘প্রথমে তো জরুরি বিভাগে এসেছিলাম। সেখান থেকে ওপিডিতে পাঠাল। তারপর আবার জরুরি বিভাগে আসতে বলল। এখন আবার বলছে শম্ভুনাথ পণ্ডিতে নিয়ে যেতে। এখানে বেড নেই।’ তনয় জানালেন, এতদিন একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন তাঁর মা শেফালী মণ্ডল। কিন্তু সব টাকা শেষ হয়ে গিয়েছে। চাষবাস ছাড়া তাঁদের আর কোনও উপার্জনের উৎস নেই। ফলে বাধ্য হয়ে সরকারি হাসপাতালেই আসতে হয়েছে। তনয় বলছিলেন, ‘আর জি করে যা হয়েছে, সেটা মেনে নেওয়া যায় না। আবার আমাদের মতো গরিব মানুষ যেভাবে চিকিত্সা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, সেটাও দেখা দরকার।’ বিহারের সিয়নের বাসিন্দা অবতিষ্য যাদব কাজরে সূত্রে হাওড়ায় থাকেন। তিনি বলেন, ‘মা ওখানে ভর্তি ছিলেন ব্রেনের সমস্যা নিয়ে। ওখান থেকে বলল, অন্য জায়গায় নিয়ে যেতে। আমরা ভাবলাম কলকাতাতেই আনি। কিন্তু এখানে এসে দেখলাম, ভর্তি করানোই যাচ্ছে না। এখান থেকে বলল এমআরআই করতে হবে। কিন্তু সেটা এখন হবে না। আমরা এখন অন্য জায়গা থেকে পরীক্ষাটা করিয়ে নেব। কাল আবার আসব।’ 
কাউকে দোষারোপ করতে চান না ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের নিতাই নস্কর। ৭ বছর ধরে রোগে ভুগছেন তাঁর কাকা গজেন নস্কর। নিতাইবাবু বলছিলেন, ‘এখন ন্যাশনাল বা এনআরএসে নিয়ে যেতে বলছে। ২-৩ দিন খেতে পারছে না কাকা। অনেক চেষ্টা করছি ভর্তির জন্য। কিছুতেই কিছু হচ্ছে না। সবই বুঝতে পারছি। কাউকে কিছু বলার নেই।’ 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা