কলকাতা

এসিপির দাঁতে ব্যথা! চিকিৎসকের বাড়ি গিয়ে সিভিকের হুমকি, বিরক্ত হাইকোর্ট

শুভঙ্কর বসু, কলকাতা : অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিসের (এসিপি) দাঁতে ব্যথা। দুই সিভিক ভলান্টিয়ার ছুটলেন দন্ত চিকিৎসকের বাড়িতে। সেখানে গিয়ে সেই চেনা সিভিক সুলভ হুমকি—‘আপনাকে এখনই চুঁচুড়ার পুলিস লাইনে যেতে হবে। আপনার নামে এনকোয়ারি হবে।’ আকাশ থেকে পড়লেন দন্ত চিকিৎসক দেবু ঠাকুর। হাজার ভেবেও কুল কিনারা পেলেন না তাঁর অপরাধটা কী? স্বাভাবিকভাবেই তাদের কাছে কারণ জানতে চাইলেন। আবার সেই সিভিক সুলভ উত্তর ‘অতশত জানি না। সাহেব ডেকেছেন, আপনাকে যেতে হবে।’ মনে কিছুটা সাহস জুগিয়ে দেবুবাবু বলেছিলেন, ‘যতক্ষণ না জানতে পারছি কীসের এনকোয়ারি, ততক্ষণ যাব না।’ সিভিকদ্বয় ফিরে গেল বটে, কিন্তু এরপর থেকেই শুরু হল একের পর এক হুমকি ফোন। এমনকী পুলিসি নোটিসও পৌঁছে গিয়েছিল দন্ত চিকিৎসকের কাছে। উপায় না দেখে শেষ পর্যন্ত তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হতে হল। 
গত ২০ আগস্টের ঘটনা। ভদ্রেশ্বরের  আর বি অ্যাভিনিউয়ের বাসিন্দা দন্ত চিকিৎসক দেবু ঠাকুরের বাড়িতে সন্ধ্যা ৬টা নাগাদ চড়াও হন ওই দুই ব্যক্তি। নিজেদের সিভিক ভলান্টিয়ার পরিচয় দিয়ে তদন্তের কারণে তাঁকে চুচুঁড়া পুলিস লাইনে এসিপি অফিসে দেখা করতে বলে। দন্ত চিকিৎসক সন্ধ্যা ৭ টা নাগাদ ভদ্রেশ্বর থানায় গোটা ঘটনার কথা জানান। অভিযোগ, তারপর থেকেই একরে পর এক হুমকি ফোন আসতে থাকে। এবার বাধ্য হয়ে ২২ আগস্ট তিনি গোটা ঘটনা পুলিস কমিশনারের কাছে লিখিত ভাবে জানান। এরপরও কেন তাঁকে পুলিস লাইনে ডাকা হচ্ছে, তার কোনও সদুত্তর তিনি পাননি। এরপর হঠাৎই গত ২৮ আগস্ট একটি নোটিস পাঠিয়ে তাঁকে এডিসিপি (ডিডি), সিপিসি অফিসে দেখা করার জন্য বলা হয়। পুলিসের এহেন ‘জুলুম’এর প্রতিবাদে বাধ্য হয়ে দেবুবাবু হাইকোর্টের দ্বারস্থ হন। 
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে মামলার শুনানিতে যাবতীয় বৃতান্ত তুলে ধরেন দেবু বাবুর আইনজীবী মানস কুমার দাস। তখনই রাজ্যের তরফে জানান হয়, বিষয়টি কিছুই নয়। আফিসারের দাঁতে ব্যথা হয়েছিল। তাই ওই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল। সরকারি আইনজীবীর এই যুক্তি শুনে রীতিমত বিরক্তি প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। পর্যবেক্ষণে ভর্ৎসনার সুরে বিচারপতি বলেন, আপনারা কেন একজন ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছেন, তার কারণ জানাবেন না? বিষয়টি জানলে, তিনি হয়ত নিজে থেকেই সেখানে চলে যেতেন। এই ধরনের কাজের কোনও যুক্তি হয় না।’ এরপরই চিকিৎসককে পাঠানো পুলিসের ওই নোটিসটিও খারিজ করে দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।     
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা