কলকাতা

বড় গর্ত, আলগা হয়ে এসেছে কাঠ, ভাঙড়ের চারটি সেতুর বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে ভাঙড় দু’নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি কাঠ ও কংক্রিটের সেতুর বেহাল দশা। কিন্তু সেগুলি সারাই করার কোনও উদ্যোগ এখনও দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্ষায় সেতুগুলির অবস্তা আরও বিপজ্জনক হয়েছে। সেই অবস্থায় ঝুঁকি নিয়েই চলছে পারাপার। কবে সারাই হবে সেতুগুলি, সেই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। 
কাশীপুর চণ্ডীহাট দিয়ে হাড়োয়ার বহোলঘাটা, শ্যামনগর, লাউহাটি ইত্যাদি জায়গায় যেতে গেলে চণ্ডীহাট লালপোল ব্রিজ পারাপার করতে হয়। কিন্তু সেটির মাঝ বরাবর বড় গর্ত হয়ে গিয়েছে। বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। সামান্য অসাবধানতাবসত গাড়ি চালালেই সেই গর্তে পড়তে হতে পারে। সতর্ক হয়ে হাঁটাচলা করতে হয় পথচারীদেরও। অন্যদিকে, বাগজোলা খালের উপর শোনপুর কাঠের সেতুর অবস্থাও বহুদিন ধরে খারাপ। শোনপুর ফ্লাইওভারের পাশেই এই সেতু দিয়ে বেশ কয়েকটি গ্রামের লোকজন শোনপুর বাজারে আসেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে কাঠগুলি যেভাবে আলগা হতে শুরু করেছে, তাতে যখনতখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ছেলে গোয়ালিয়া এবং মানিকতলা সেতুর হাল নিয়েও ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই প্রসঙ্গে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাহিনুর হক মোল্লা বলেন, সেতুগুলি মেরামতির জন্য ছয় মাস আগে জেলা প্রশসানের কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনও সদুত্তর আসেনি। এদিকে, পঞ্চায়েত প্রধান মিরাজ ইসলামের বক্তব্য, শোনপুর এবং চণ্ডীহাট লালপোল ব্রিজ মেরামতি করার অনুমোদন মিলেছে। বাকি সেতুগুলিও যাতে সংস্কার করা হয়, সেজন্য আবেদন করা হবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা