কলকাতা

স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে খোঁজ চলছে নার্সিংহোমের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের চিকিত্সকরা ধর্না মঞ্চ থেকে বারবার ঘোষণা করছেন, ‘পরিষেবা সচল রয়েছে।’ কিন্তু রোগীর আত্মীয়দের একাংশের বক্তব্য, ‘চিকিত্সা হচ্ছে না।’ এই পরিস্থিতিতে রোগীর পরিজনদের বড় ভরসা হয়ে উঠেছে স্বাস্থ্যসাথী কার্ড। 
আর জি কর হাসপাতালে ভর্তি টিবি আক্রান্ত ফইজুল মল্লিক। এখানে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিন্তু এখন হাসপাতালের উপর ভরসা রাখতে পারছেন না ফইজুলের ছেলে তহিফুল। তিনি শুক্রবার বাবাকে অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে বললেন, ‘এখানে রাখলে তো বাবা মরে যাবেন। আমি নার্সিংহোমে ভর্তি করব।’ মল্লিক পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বেসরকারি হাসপাতালে চিকিত্সা করানোর খরচ জোগাড় করা তাঁদের পক্ষে কষ্টকর। তহিফুল বলেন, ‘আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এখন গিয়ে খুঁজতে হবে কোন নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নেয়। সেখানে বাবাকে ভর্তি করব।’ আর জি কর হাসপাতালে ১০ দিন ভর্তি ছিলেন ফইজুল। ছেলের অভিযোগ, ‘নিয়মিত চিকিত্সক আসছেন না। অগত্যা এখান থেকে নিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনও উপায় নেই।’ 
একই অবস্থা উলুবেড়িয়ার গৌতম পালের। তাঁর দাদার কোমর ভেঙেছে। ভাই দাদাকে অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে বলেন, ‘উলুবেড়িয়া থেকে এসএসকেএমে ট্রান্সফার করেছিল। সেখান থেকে আর জি করে নিয়ে আসি। এখানে কিছুই হচ্ছে না।’ কতদিন ভর্তি ছিলেন? এখানে কি চিকিত্সা হচ্ছে না? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থাতেই ছিলেন না গৌতমবাবু। অ্যাম্বুলেন্সে উঠে বললেন, ‘আমার কিছু মনে পড়ছে না। কোথায় নিয়ে যেতে পারি দেখি।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা