কলকাতা

পড়ুয়াদের সংহতি জানাতে আর জি করের ধর্না মঞ্চে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়াদের ধর্নামঞ্চ আবার গড়ে তোলা হয়েছে। শুক্রবার সকালে পড়ুয়াদের আন্দোলনকে সংহতি জানাতে দেখা গেল বহু সাধারণ মানুষকে। শহরের বাইরে জেলা থেকেও একাধিক কলেজের পড়ুয়াও এসেছিলেন। 
বুধবার রাতের তাণ্ডবে ভেঙে ফেলা হয়েছিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে তৈরি আন্দোলনরত পড়ুয়াদের মঞ্চ। বৃহস্পতিবার বেলার দিকে পড়ুয়ারা এসে মঞ্চ সাফ করেন। ভেঙে যাওয়া চেয়ার, গাছের টব সরিয়ে দেন। মঞ্চে বসে ছিল পুলিস। পড়ুয়ারা পুলিস দেখেই ক্ষুব্ধ হন। বলেন, ‘আপনারা আমাদের রাতে নিরাপত্তা দিতে পারেননি। এখানে বসবেন না। উঠে যান।’ প্রায় তত্ক্ষণাত্ পুলিস বাহিনী মঞ্চ ছেড়ে উঠে যায়। শুক্রবার মঞ্চ ফের স্বমহিমায়। এদিন দেখা গিয়েছে, নতুন করে বাঁশ বাধা হচ্ছে। চারপাশ সাফসুতরো করা হচ্ছে। পড়ুয়ারা ঘোষণা করেন, তাঁদের আন্দোলনকে সংহতি জানাতে সাধারণ মানুষ ও অন্যান্য কলেজের পড়ুয়ারা উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের মধ্যে অনেকে মঞ্চে এসে গান গাইলেন। কেউ পড়লেন কবিতা। এভাবে সমবেদনা জানালেন পড়ুয়াদের প্রতি। এছাড়াও মেডিক্যাল কলেজের অধ্যাপকরা এসেও পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। বারবার বলেন, জরুরি বিভাগের পরিষেবা সম্পূর্ণ সচল রয়েছে। ডাক্তারবাবুরা ওপিডিতেও রোগী দেখেছেন. গোটা দিন ধরেই ওই ধর্নামঞ্চ থেকে চলল ‘আমার দিদি বিচার চায়’ স্লোগান।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা