কলকাতা

যত্রতত্র জঞ্জালের স্তুপ, জমা জল ও আবর্জনায় নরক যন্ত্রণা পানিহাটির

বিশ্বজিৎ মাইতি,বরানগর: বিটি রোড থেকে শুরু করে গলি রাস্তার সর্বত্র জঞ্জালের স্তুপ। আবার কোথাও কোথাও জমা জলে ভাসছে জঞ্জাল। জঞ্জাল সরানোর ক্ষেত্রে পুরসভার কোনও হলদোল নেই বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ি থেকে পুরসভার জঞ্জাল সংগ্রহের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে। তাই বাধ্য হয়ে এলাকাবাসী জমা জলে জঞ্জাল ফেলছে। যেখানে জল নেই সেখানে রাস্তার ধারে তা জড়ো করে রাখছে। যদিও প্রত্যেকবারের মতো এবারও পুরসভার তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে পানিহাটি পুরসভার রামচন্দ্রপুরের ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরানোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন এলাকাবাসী। ফলে পুরসভা ওই জায়গা আবর্জনার স্তুপে পরিনত হয়েছিল। এরপর কেএমডিএ পুরসভা এলাকার আবর্জনা ডাম্পারে করে ধাপায় নিয়ে যাচ্ছে। কিন্তু তাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ।  শহরবাসীর অভিযোগ, বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ বহু এলাকায় কার্যত ভেঙে পড়ছে। বিটি রোড, রাজা রোডের উপর দিনের পর দিন আবর্জনা পড়ে থাকছে। তবে এইচবি টাউন, ঘোলা সহ বিস্তীর্ণ জলমগ্ন এলাকার পরিস্থিতি ভয়ঙ্কর। আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ হয়ে গিয়েছে। মানুষ বাধ্য হয়ে জমা জলে আবর্জনা ফেলছেন। কেউ ব্যাগে ভরে তা মধ্যমগ্রাম রোডে আনছেন। ওই এলাকার আবর্জনা নিয়ে পুরসভার কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, কিছু পকেটে সমস্যা রয়েছে। তাসত্ত্বেও পুরসভার কর্মীরা জমা জলের মধ্য দিয়ে নিয়মিত আবর্জনা সংগ্রহ করছেন। কোথাও সমস্যা থাকলে দ্রুত সমাদান করা হবে। পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা