কলকাতা

দুর্গাপুজোর বৈঠকে জুতো হাতে মারমুখী তৃণমূলের কাউন্সিলার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ক্লাবের দুর্গাপুজোর কমিটি নিয়ে বিবাদে জড়ালেন তৃণমূলের নেত্রী তথা কাউন্সিলার। চুঁচুড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওলাইচণ্ডীতলার এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। আচমকা সরগরম হয়ে ওঠে চুঁচুড়া শহর। ভিডিওতে দেখা যায়, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রীতা দত্ত জুতো হাতে মারমুখী হয়ে তেড়ে যাচ্ছেন। একজনকে জুতোপেটা করতেও দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। তবে রীতাদেবী জানিয়েছেন, তাঁর ছেলেকে বাঁচাতেই তিনি ওভাবে মারমুখী হয়েছিলেন। তাঁর আরও দাবি, ওই ক্লাবের আয়-ব্যয়ের হিসেবে গোলমাল আছে। বিষয়টি নিয়ে সরাসরি থানায় অভিযোগ না হলেও সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে দু’পক্ষকে থানায় ডাকা হয়েছিল। এক পক্ষ সেখানে নির্ধারিত সময়ে উপস্থিত হয়নি বলে অভিযোগ। এই ঘটনা ছড়িয়ে পড়তেই আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আপাতভাবে বিষয়টি পুজো কমিটি নিয়ে বিবাদ হলেও পিছনে রাজ্যের শাসক দলের গোষ্ঠীকোন্দলই রয়েছে বলে স্থানীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।
রীতাদেবী বলেন, ‘আমার পাড়ার ক্লাবে হইচই হচ্ছিল। সেখানে গিয়ে দেখি, আমার ছেলেকে মারধর করা হচ্ছে। তখন কি আর কোনও মায়ের মাথায় থাকে, তিনি কাউন্সিলার কি না? হাতের কাছে যা পেয়েছি, তাই নিয়েই ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়েছি।’ তাঁর দাবি, ‘ক্লাবকর্তা শুভাশিস চন্দ ও তাঁর পরিবার অনিয়ম করে চলেছেন। আমার স্বামী ও ছেলে তা নিয়ে প্রশ্ন তুলেছে বলেই হামলা হয়েছে। মঙ্গলবার চন্দ পরিবারের হিসেব দেওয়ার কথা থাকলেও তাঁরা থানায় যাননি।’ এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা বিবাদের কেন্দ্রে থাকা ক্লাব এবং ওলাইচণ্ডীতলা ট্রাস্টি বোর্ডের কর্তা শুভাশিস চন্দ বলেন, ‘বৈঠকে রীতাদেবীর স্বামী স্বপন দত্ত ও ছেলে কোনও প্রশ্নই তোলেননি। পরে হিসেব নিয়ে সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন। কাউন্সিলারের স্বামী ও ছেলেকে কেউ আক্রমণ করেনি। কাউন্সিলার কেন অভব্য আচরণ করলেন, জানি না। আমরা সব হিসেব দিতে প্রস্তুত।’
চুঁচুড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের মাঝে একটি রাস্তা আছে। রাস্তার দু’দিকে একটিই পাড়া। তৃণমূলের অন্দরের খবর, চুঁচুড়া শহরে দলের দু’টি গোষ্ঠীর মধ্যে নানা বিষয়ে বিবাদ লেগেই থাকে। অতীতে রীতাদেবী যে গোষ্ঠীর ঘনিষ্ঠ ছিলেন, এখন তাদের সঙ্গে দূরত্ব রেখে চলছেন বলে খবর। ওলাইচণ্ডীতলার ক্লাবটির সমীকরণেও সেই পালাবদলের প্রভাব পড়েছে। চুঁচুড়ার বিধায়ক তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি অসিত মজুমদার নিজেই একটি গোষ্ঠীর মাথা। তিনি অবশ্য বলেন, ‘ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণটাই আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়।’
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা