কলকাতা

আর জি কর কাণ্ড: সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দেন। একইসঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, পুলিস যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল, তাও আগামীকাল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে, এই তদন্ত হাইকোর্টের  নজরদারিতেই করতে হবে বলে আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। সিবিআই তদন্ত বিষয়ে আদালতের নির্দেশ, অন্য রাজ্য থেকে দক্ষ অফিসার এনে অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলার তদন্ত করতে হবে। পাশাপাশি অন্য আর পাঁচটা কেসের সঙ্গে এই মামলাকে গুলিয়ে ফেললে চলবে না। অন্যদিকে, হাসপাতালের পরিকাঠামো নিয়ে এদিন আরজিকর-এর সুপারকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন রায় ঘোষণার সময় আদালত জানিয়েছে, মূলত জন মানুষে আস্থা তৈরি এবং নির্যাতিতার পরিবারের আবেদনের কথা মাথায় রেখেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনার পর কেস ডায়েরি দেখে আদালত মনে করছে গত পাঁচ দিনে যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল তা হয়নি। ফলে অবিলম্বে সিবিআইকে দিয়ে তদন্ত শুরু করতে হবে।
উল্লেখ্য, এদিন সকালে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরজিকর সংক্রান্ত মামলাটি ওঠে তখন থেকেই রাজ্যকে নানা প্রশ্ন করে আদালত। আরজিকর-এর ঘটনায় পুলিসকে আজ, মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে আরজিকর-এর প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর নির্দেশও দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সাফ জানিয়ে দিয়েছিলেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে ডাঃ সন্দীপ ঘোষ বাড়িতেই বসে থাকবেন। সেই সঙ্গে চিকিৎসক পড়ুয়ারা যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে তাকেও সমর্থন জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। একই সঙ্গে আদালতের প্রশ্ন ছিল ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গিয়েছে তাও কেন অধ্যক্ষের বয়ান রেকর্ড করা হয়নি? সেই সঙ্গে ডাঃ সন্দীপ ঘোষের পদত্যাগের চার ঘণ্টার মধ্যে তাঁকে অন্য একটি হাসপাতালে অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়ার নির্দেশ কে জারি করল? সেই নির্দেশনামা এবং ডাঃ সন্দীপ ঘোষের পদত্যাগের কপিও আজ, মঙ্গলবার দুপুর একটার মধ্যে দেখতে চেয়েছিল হাইকোর্ট। এদিন সকালে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলার পর্যবেক্ষণে বলেছিলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়, ওই অধ্যক্ষ কী এতটাই প্রভাবশালী। যে তাঁকে মাত্র ৪ ঘণ্টার মধ্যে অন্য কলেজের অধ্যক্ষ বানিয়ে দেওয়া হল?’ এজলাসে উপস্থিত সন্দীপ ঘোষের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘আপনার উচিত এখনই বাড়িতে বসে থাকা। আপনি এতটাই প্রভাবশালী যে আপনাকে ৪ ঘণ্টার মধ্যে পুরস্কার দেওয়া হল?’ পরে আদালতের নির্দেশ মতো আজ মঙ্গলবার দুপুরে কেস ডায়েরি জমা দেয় পুলিস।  ঘটনার দিন কলকাতা পুলিস যে তদন্ত করেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আদালতে জানান রাজ্যের আইনজীবী। যা শুনে প্রধান বিচারপতি প্রশ্ন করেছিলেন, ‘আপনারা কী কোনও রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন। যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেন। কেন অধ্যক্ষ তৎক্ষণাৎ এফআইআর করেননি? আর আপনারাই তাঁকে পুরস্কৃত করলেন?’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা