কলকাতা

টানা আন্দোলনে পদত্যাগ অধ্যক্ষের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা আন্দোলনের জেরে পদত্যাগ করলেন আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। যে চার দফা দাবিতে শুক্রবার থেকে আর জি করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে, তার অন্যতম ছিল অধ্যক্ষের অপসারণ। অভিযোগ ছিল, তিনি দোষীদের আড়ালের চেষ্টা করছেন। এই আবহে সোমবার বেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগ করার কথা জানান সন্দীপবাবু। পরে স্বাস্থ্যভবনে গিয়ে বলেন, ‘প্রিন্সিপাল, প্রফেসর, সরকারি চাকরি সব থেকে ইস্তফা দিলাম।’ যদিও তাঁর চাকরি ছাড়ার আবেদন গৃহীত হয়নি। উল্টে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়েছে। ন্যাশনালের অধ্যক্ষ ডাঃ অজয় রায়কে স্বাস্থ্যভবনের ওএসডি পদে বদলি করা হয়েছে। আর জি করের নতুন অধ্যক্ষ হচ্ছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাঃ সুহৃতা পাল। এদিকে, সন্দীপবাবুর নিয়োগের প্রতিবাদে এদিন সন্ধ্যায় ন্যাশনালের অধ্যক্ষ এবং সুপার অফিসে বিক্ষোভ শুরু হয়। সূত্রের খবর, আজ সন্দীপবাবু নতুন দায়িত্ব নিতে সেখানে যেতে পারেন।  
দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুপুরের মধ্যে পদত্যাগ না করলে  ডাঃ সন্দীপ ঘোষকে বদলি‌র নির্দেশই দেওয়া হতো। তাই তাঁকে বার্তা দেওয়া হয়েছিল, পদত্যাগই সম্মানজনক প্রস্থানের পথ। যদিও সন্দীপবাবু বলেন, ‘মেয়েটি আত্মহত্যা করেছে বলিনি। দুর্ভাগ্যবশত এই কথাগুলোই প্রচার হয়েছে। আমি মেয়েটির বাবার মতো। বাবার যা কষ্ট, আমারও তাই হচ্ছে।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা