কলকাতা

কোচিং সেন্টারে দ্বাদশের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

সংবাদদাতা, বারুইপুর: আর জি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের অভিযোগে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই সময় এক দ্বাদশের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বছর তেষট্টির এক শিক্ষকের বিরুদ্ধে। গত শনিবার বারুইপুরে এক কোটিং সেন্টারে পড়াশোনার শেষে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে অভিযোগ করেছে নির্যাতিতা। শুধু ওই ছাত্রী একা নয়, ওই ‘গুণধর’ শিক্ষকের বিরুদ্ধে অশালীন ব্যবহার ও হেনস্তার অভিযোগ তুলেছেন অন্যান্য ছাত্রীরাও। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম শুভাশিস বন্দ্যোপাধ্যায়। বাড়ি হুগলির কোন্নগরে।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মাস্টারপাড়া সংলগ্ন এক আবাসনে কোচিং সেন্টারে পড়াতে আসতেন অভিযুক্ত। সেখানে বাণিজ্য শাখার বিষয় পড়তেন বারুইপুরের এক বেসরকারি স্কুলের ওই ছাত্রী। ছাত্রীর বাবা বলেন, গত শনিবার মেয়ে পড়তে গিয়েছিল। সেখানে পড়ার শেষে মেয়েকে বসিয়ে রেখে তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই শিক্ষক। এরপর মেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করলে সবটা জানতে পারি। এরপর আমরা স্থানীয় কাউন্সিলারের দ্বারস্থ হই। রবিবার রাতে থানায় অভিযোগ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, ওই শিক্ষক আগে বারুইপুরের এক বেসরকারি স্কুলে পড়াতেন। তাঁকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছিল। এক অভিভাবক বলেন, আমার মেয়েও ওই শিক্ষকের কাছে পড়ত। আমার মেয়ের ওনার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এসব কারণেই মেয়েকে ছাড়িয়ে নিয়েছিলাম। অভিযুক্তের কড়া শাস্তি চাই।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা