কলকাতা

আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে কাদের যোগ? তদন্তে গোয়েন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডের জেরে সারা দেশ জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন। কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে রোগী ভোগান্তির চিত্রটা স্পষ্ট হয়ে উঠেছে। আর জি করের ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি করছেন আন্দোলনরত চিকিৎসকরা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে কেন্দ্র করে তদন্তের ঘুঁটি সাজাতে শুরু করেছেন গোয়েন্দারা। এই নক্কারজনক ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি যুক্ত কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিস।
সেই তদন্তের অঙ্গ হিসেবেই এবার অভিযুক্ত সঞ্জয় রায়ের হাসপাতালের গতিবিধি ট্র্যাক করতে শুরু করলেন গোয়েন্দারা। জানা গিয়েছে, আর জি কর হাসপাতালে সিসিটিভি ফুটেজের গত ৪০ দিনের স্টোরেজ রয়েছে। যা তদন্তের ক্ষেত্রে পুলিসকে বাড়তি অক্সিজেন দিতে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, ঘটনার দিন থেকে শুরু করে আগের ৩০ দিন পর্যন্ত কবে কবে সঞ্জয় হাসপাতালে এসেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, হাসপাতালে কাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, হাসপাতালে সে কোথায় কোথায় গিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিস। একইসঙ্গে ঘটনার দিন টানা ৩৬ ঘণ্টা ডিউটি করছিলেন ওই মহিলা চিকিৎসক। ফলে তাঁকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ থেকে অনেকাংশে পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা