কলকাতা

পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে ভূগর্ভস্থ তার, বৃষ্টিতে বেহাল এ কে মুখার্জি রোড

নিজস্ব প্রতিনিধি,বরানগর: রাস্তার সর্বত্র খানাখন্দ। বর্ষার জল জমতেই কঙ্কালসার চেহারা আরও বেআব্রু হয়েছে। পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে মাটির নীচের কেবললাইন। সামান্য অসতর্ক হলেই সেই কেবলে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে পথচারীদের। কখনও আবার বাইকের চাকা ‘স্কিড’ করছে। এলাকাবাসীর অভিযোগ, বরানগরের এহেন এ কে মুখার্জি রোডের হাল ফেরাতে প্রশাসনের সর্বস্তরে বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি। স্থানীয় কাউন্সিলারও দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন। পূর্তদপ্তরের তরফে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। 
বি টি রোড থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত চলে গিয়েছে এ কে মুখার্জি রোড। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে ৩৪ সি রুটের বাস ছাড়াও প্রতিদিন কয়েকশো অটো, টোটো চলাচল করে। বরানগর স্টেট জেনারেল হাসপাতাল এই রাস্তার পাশেই অবস্থিত। সামান্য বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ে এই রাস্তা। কয়েক মাস আগে থেকেই এই রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছিল। কয়েক দিনের বৃষ্টিতে সেই খানাখন্দ কার্যত মৃত্যুফাঁদের রূপ নিয়েছে। রাস্তার জায়গায় জায়গায় পিচের আস্তরণ পুরোপুরি উঠে গিয়েছে। বঙ্গলক্ষ্মী বাজার এলাকায় রাস্তার অবস্থা ভয়াবহ। এস বি মোড় সহ একাধিক জায়গায় পিচের আস্তরণ উঠে কেবলের পাইপ বেরিয়ে পড়েছে। তাতে হোঁচট খেয়ে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ছেন পথচারীরা। স্থানীয় বাসিন্দা অশোক সরকার বলেন, ‘গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। মেট্রো স্টেশনের সংযোগকারী সড়ক হওয়ায় বহু মানুষের কাছে এই রাস্তা একমাত্র ভরসা। ভাঙা রাস্তায় যাতায়াত করতে মানুষের নাভিশ্বাস উঠছে। কয়েকজন অল্পবিস্তর জখমও হয়েছেন। স্থানীয় কাউন্সিলার তথা বরানগর পুরসভার সিআইসি অঞ্জন পাল বলেন, ‘অবিলম্বে রাস্তা সংস্কার প্রয়োজন। তিতিবিরক্ত মানুষ প্রতিদিন অভিযোগ করছেন। এই রাস্তাটি দেখভালের দায়িত্ব পূর্তদপ্তরের। তাদের কাছে আমরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি ।’ - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা