কলকাতা

বাড়ছে নিরাপত্তা-সিসি ক্যামেরাও, বাড়তি সতর্কতা ডায়মন্ডহারবার হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর হাসপাতালের ঘটনার জের। ডায়মন্ডহারবার হাসপাতালে একগুচ্ছ পদক্ষেপ করছে কর্তৃপক্ষ। যেমন বসানো হবে আরও বেশি সংখ্যক সিসি ক্যামেরা, বাড়ানো হচ্ছে নিরাপত্তারক্ষী। রাতে হাসপাতালে অবাধ যাতায়াতও নিয়ন্ত্রণ করা হবে। এসব নিয়ে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিস প্রশাসনের বৈঠকও হয়েছে।
জানা গিয়েছে, হাসপাতালে এমনিতেই পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে। তবুও কিছু অংশে এখনও ক্যামেরা বসানো হয়নি। সেই জায়গাগুলি চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। যাঁরা হাসপাতাল ভবনের একতলায় আউটডোরে ডাক্তার দেখাতে আসেন, তাঁদের অনেকেই উপরে বিভিন্ন তলায় বিভিন্ন ওয়ার্ডে ঢুকে পড়েন। কিন্তু এবার বিভিন্ন ওয়ার্ডের বাইরে নিরাপত্তারক্ষী বসানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এক আধিকারিক বলেন, অবাঞ্ছিত লোকজন যাতে ওয়ার্ডে ঢুকে না পড়তে পারে, তার জন্য এই ব্যবস্থা করা হবে। এমনিতেই হাসপাতালের একটা অংশে একটি পুলিসের ফাঁড়ি রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ চাইছে আরেকদিকেও এমন ক্যাম্প করা হোক। সেই কথা জানানো হয়েছে ডায়মন্ডহারবার থানাকে। হাসপাতালে চিকিৎসকরা যাতে গলায় আই কার্ড ঝুলিয়ে ঢোকেন, সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। রাতে হাসপাতাল চত্বরে অন্ধকার বা নির্জন জায়গায় হবু ডাক্তারদের একা না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা