কলকাতা

গাড়ির পিছু ধাওয়া করে চার অপহরণকারীকে ধরল পুলিস

সংবাদদাতা, কল্যাণী: চাকদহে শুক্রবার রাতে এক ব্যক্তিকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তখন সেই গাড়িটিকে ধাওয়া করে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিস। তবে চোখের সামনে সিনেমার মতো ঘটনা দেখে হতবাক সাধারণ মানুষ। ধৃতদের নাম বিশ্বজিৎ রায় ওরফে বিশু, গৌতম সরকার, নাথুরাম সরকার এবং দুলাল মণ্ডল। এদের সকলের বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। ধৃতদের শনিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। বিচারক বিশুকে দুইদিনের পুলিস হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিসের প্রাথমিক অনুমান, ধারের টাকা আদায় করতেই অপহরণের ছক কষেছিল ধৃতরা।
রাত সাড়ে ন’টা নাগাদ এক যুবককে একটি মারুতি ভ্যানে করে তুলে অপহরণকারী চার যুবক গোপালনগর যাচ্ছিল। বেগতিক বুঝে গাড়ি থেকেই থেকে চিৎকার করতে থাকেন ওই যুবক। চাকদহ স্টেশন রোডের রঞ্জনপল্লি এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিসকর্মীরা ওই আওয়াজ শুনে গাড়িটির পিছু নেন। প্রায় সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে চাকদহ বনগাঁ রাজ্য সড়কের কামালপুরে তাদের ধরে ফেলে পুলিস। পরে জানা যায়, অপহরণ হওয়া ওই যুবকের নাম তাপস ঘোষ। তাঁর বাড়ি চাকদহ ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালীবাজারের মণ্ডলহাট এলাকায়। পুলিস জানতে পেরেছে, তাপসের কাছে ষাট হাজার টাকা পেত বিশু। সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছিলেন না তিনি। তাই তাঁকে অপহরণের সিদ্ধান্ত নেয় সে। এরা সকলেই লটারি ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসার টাকা নিয়ে গণ্ডগোল ছিল তাঁদের মধ্যে। চাকদহ থানার পুলিস তদন্ত শুরু করেছে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা