কলকাতা

বেহালায় সভা ১৪ আগস্ট, মমতার শৃঙ্খলা-বার্তা নিয়ে কৌতূহল তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ আগস্ট মধ্যরাতের স্বাধীনতা শীর্ষক কর্মসূচি নিয়েছে তৃণমূল। বেহালা ম্যান্টনে এই কর্মসূচি হবে। প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। ২১ জুলাইয়ের পর এবার ১৪ আগস্ট। সংগঠন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে কড়া নজর ঘাসফুল শিবিরের। ওই দিন বেহালায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে মমতা কিছু বলেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তেমনই অখিল গিরির ঘটনার পর সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল নেত্রী শৃঙ্খলা কড়া নির্দেশ দেন কি না, সে বিষয়ে তৃণমূল শিবিরে আগ্রহ তুঙ্গে।  
বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের কর্মসূচি থেকে দলের নেতা ও জন প্রতিনিধিদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। যেখানে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন, দুর্নীতি করলেই গ্রেপ্তার। আর সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলার, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী ওই মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী তিন মাসের মধ্যে দেখতে পাবেন কী কী পদক্ষেপ করা হচ্ছে। ফলে বেহালার সভা নিয়ে আগ্রহ বাড়ছে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মেয়ো রোডে। তার আগে নেত্রীর বার্তার অপেক্ষায় দল। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা