কলকাতা

আগামী জুলাইয়ে চালু করা হবে সম্প্রসারিত ধাপা জলপ্রকল্প, সময় বেঁধে দিলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর জুলাইয়ে চালু করে দেওয়া হবে ধাপার সম্প্রসারিত নয়া জলপ্রকল্প। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগকে এই ‘ডেডলাইন’ বেঁধে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার ধাপা জলপ্রকল্পের সম্প্রসারিত অংশের কাজ সরেজমিনে দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই আধিকারিকদের আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করে জল সরবরাহ চালু করে দেওয়ার নির্দেশ দেন তিনি। ধাপার এই সম্প্রসারিত প্রকল্পে প্রতিদিন আরও ২০ মিলিয়ন গ্যালন পানীয় জল উৎপাদন করতে কাজ চলছে। বর্তমানে ধাপা জলপ্রকল্পে প্রতিদিন ৩০ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। শহরের পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ ও সংযুক্ত এলাকার একাংশে এই জল সরবরাহ করা হয়। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে ধাপা জলপ্রকল্পের সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছিল। এর জন্য বরাদ্দ হয়েছে ১৩২ কোটি টাকা। পুরসভার কমিশনার ধবল জৈন, শিক্ষা বিভাগের মেয়র পারিষদ তথা ধাপা অঞ্চলের (৫৮ নম্বর ওয়ার্ড) কাউন্সিলার সন্দীপন সাহা, পুরসভার জলপ্রকল্প সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিতাভ পাল সহ অন্যান্য আধিকারিকরা মেয়রের সঙ্গে ছিলেন। মেয়র বলেন, ‘কাজ ভালোই এগচ্ছে। আগামী বছর জুলাইয়ের মধ্যে পরিষেবা চালু করার টার্গেট নেওয়া হয়েছে।’ 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই জলপ্রকল্প চালু হলে মাঠপুকুর, ধাপা, কসবা, তপসিয়া, তিলজলা, গরফা, মুকুন্দপুর, নয়াবাঁধ, যাদবপুরের একাংশ সহ শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। বর্তমানে পাইলিংয়ের কাজ সম্পূর্ণ। ‘বেস’ তৈরি হয়ে গিয়েছে। জল সরবরাহ বিভাগের এক কর্তা বলেন, ‘সব থেকে বড় কাজটা হয়ে গিয়েছে। আমরা আশা রাখছি, আগামী এক বছরের মধ্যে নয়া প্রকল্পে রোজ ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন শুরু করে দেওয়া যাবে। পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন বহু মানুষ।’ (বুধবার ধাপা জলপ্রকল্পের    কাজ পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম।-নিজস্ব চিত্র)
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা