কলকাতা

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো দিয়ে অফারের মেসেজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৯৯৯ টাকার রিওয়ার্ড পয়েন্ট। উপহারস্বরূপ প্রাপ্ত এই টাকা তোলার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। সেই অ্যাপ থেকেই অফারের টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোগো সাঁটানো প্রোফাইল থেকে এমনই মেসেজ আসছে গ্রাহকদের হোয়াটসঅ্যাপে। কিন্তু, মেসেজের সেই টোপে পা দিলেই বিপত্তি। লিঙ্কে ক্লিক করলেই ফোন চলে যাবে প্রতারকদের কাছে। জীবনের যাবতীয় সঞ্চয় চোখের পলকে গ্রাস করতে পারে সাইবার প্রতারকরা। কলকাতা পুলিস সূত্রে খবর, এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই লালবাজারে এসে পৌঁছেছে। তার ভিত্তিতে তদন্ত চলছে। একইসঙ্গে এই মর্মে সচেতনতা বার্তা প্রচার করছে কলকাতা পুলিস। শুধু তাই নয়, লালবাজারের সোশ্যাল মিডিয়া টিমকেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার শাখার এক আধিকারিকের কথায়, বিভিন্ন ভুয়ো সিম ব্যবহার করে এই ধরনের মেসেজ পাঠানো হয়। তাই এগুলিকে ট্র্যাক করা কঠিন। একইসঙ্গে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট গ্রুপ খুলে একলপ্তে বহু মানুষকে মেসেজ পাঠানো হচ্ছে। পুলিসের দাবি, বেশিরভাগ মানুষই সচেতন। তবে অনেকেই কৌতূহলবশত লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন। ফোনের যাবতীয় কন্ট্রোল চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সেখান থেকে ফোনের মেসেজ ‘ডাইভার্ট’ করে দিচ্ছে প্রতারকরা। তার জেরে ব্যাঙ্ক লেনদেনের ওটিপি আসছে না গ্রাহকের মোবাইলে। শুধু তাই নয়, টাকা ডেবিটের মেসেজও পাচ্ছেন না তাঁরা। অর্থাৎ, গোপনে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
অন্যদিকে, আরটিও অফিসের নাম করেও প্রতারণার মেসেজ আসছে। তাতে বলা হচ্ছে, আপনার ড্রাইভিং লাইসেন্স ব্লক করে দেওয়া হয়েছে। সেটি খোলার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন। লালবাজার সূত্রের কথায়, সবই প্রতারণার উদ্দেশ্যে আসা মেসেজের ভিন্ন ভিন্ন বয়ান। কলকাতা পুলিসের সাইবার বিভাগের এক আধিকারিকের কথায়, ইদানীং গ্যাসের ভরতুকি নিয়েও নানা অজুহাত দেওয়া হচ্ছে। ব্যাঙ্কে ভরতুকির টাকা পেমেন্টের টোপ দিয়ে সাইবার জালিয়াতির ফাঁদ ফেলা হচ্ছে। গত এক মাসে ১৩টি এমন অভিযোগ পেয়েছে লালবাজার। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা