কলকাতা

বিশেষভাবে সক্ষম তরুণীর গায়ে গরম জল ঢেলে অত্যাচার, গ্রেপ্তার আত্মীয়

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিশেষভাবে সক্ষম যুবতীর গায়ে গরম জল ঢেলে নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠেছে আত্মীয়দের বিরুদ্ধে। সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা বলে মনে করছেন প্রতিবেশীরা। বিষয়টি প্রকা঩঩শ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি গত ২ আগস্ট সন্ধ্যায় ঘটেছে। পরে মাতৃহীন মেয়ের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন তাঁর বাবা। মঙ্গলবার রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে পুলিস এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে তাঁর নাবালক পুত্রকে। নির্যাতিতা তরুণী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরপাড়া থানার পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তি সম্পর্কে যুবতীর পিসেমশাই ও নাবালক পিসতুতো ভাই। ওই পরিবারে অংশীদারি ও সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। নির্যাতিতা যুবতীর বাবার অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করেছে পুলিস। নির্যাতিতার বাবা প্রণব আদক অভিযোগ করে বলেন, আমার মেয়ে মানসিকভাবে অপরিণত। আমি বেসরকারি সংস্থায় কাজ করি। বাড়িতে বেশিরভাগ সময়েই থাকতে পারি না। সেই সুযোগে আমার বোনের স্বামী, মেয়েকে বাড়িছাড়া করার পরিকল্পনা করে নানারকম নির্যাতন করছে। সম্প্রতি ওঁর গায়ে গরম জল ঢেলে দিয়েছিল। আমি থানায় অভিযোগ করেছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণববাবুর স্ত্রী সম্প্রতি গত হয়েছেন। বেশকিছু বছর ধরে ওই বাড়ির মালিকানা নিয়ে প্রণববাবুর সঙ্গে তাঁর বোনের বিবাদ চলছে। জানা গিয়েছে, ওই বাড়ির মালিকানা তাঁর বোনের নামে আছে। যদিও প্রণববাবুর দাবি, তাঁর পিতার মৃত্যুকালে জোর করে ভগ্নীপতি বাড়িটি লিখিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে বোন, ভগ্নীপতি ও তাঁদের ছেলে শরৎ চ্যাটার্জি লেনের বাড়িতে এসেই থাকতে শুরু করে। যদিও তাঁদের নিজস্ব বাড়ি আছে। এনিয়ে পারিবারিক বিবাদ ছিলই।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা